বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নতুন মুখ সাইফউদ্দিন টি-টোয়েন্টি দলে


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:
শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ঘোষিত ১৬ সদস্যের টি-টোয়েন্টি দলে নতুন মুখ সাইফউদ্দিন। দ্রুত গতির পেস বোলিংয়ের সাথে ব্যাট হাতে ঝড় তুলতে পারেন এই অলরাউন্ডার।

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ দলে ওপেনিংয়ে বল করেছেন তিনি। সেই সুযোগে সাইফউদ্দিন এবার সুযোগ পেতে যাচ্ছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলে। টি-টোয়েন্টিতে অংশ নিতে রোববার বেলা দুইটায় শ্রীলঙ্কায় উড়াল দেবেন এই তরুণ ক্রিকেটার। বাংলাদেশ দলে বরাবরই পেস বোলার অলরাউন্ডারের অভাব। ২০ বছরের সাইফউদ্দিনের মাঝে সেই অভাব পূরণের সম্ভাবনা আছে বলে মনে করা হচ্ছে।

শ্রীলঙ্কা সফরে ইতিমধ্যে টেস্ট ১-১ ও ওয়ানডে সিরিজে ১-১ ড্র করেছে টাইগাররা। সফরে এবার টি-টোয়েন্টিতে মাঠে নামবে টিম বাংলাদেশ। আগামী চার এপ্রিল কলম্বোতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ৬ এপ্রিল।

টি-টোয়েন্টি দল: তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, নুরুল হাসান সোহান ও সাইফউদ্দিন।

পূর্বাশানিউজ/০২-এপ্রিল ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি