শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মাশরাফির সঙ্গে দলের সবার জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৪.২০১৭

স্পোর্টস ডেস্ক :

নিষেধাজ্ঞার কথা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজেই জানিয়েছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেল জরিমানার অঙ্কও।

সেøা বোলিংয়ের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে মাশরাফিকে। অধিনায়ক ছাড়া দলের বাকিদের জরিমানা ম্যাচ ফির ২০ শতাংশ। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, ম্যাচের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নেয়ার পর নির্ধারিত সময়ে দুই ওভার ঘাটতি ছিল বাংলাদেশের।

গত শনিবার শেষ ওয়ানডেতে শ্রীলংকার কাছে ৭০ রানে হারে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ওয়েবসাইট।

০৩/০৪/ ২০১৭ইং , চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি