বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আইপিএলের দশম আসর বুধবার শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বুধবার (৫ এপ্রিল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসর মাঠে গড়াচ্ছে। বর্তমান চ্যাম্পিয়ন ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দারাবাদ ও বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু উদ্বোধনী খেলায় পরস্পরের মোকাবিলা করবে। ব্যাঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় খেলা অনুষ্ঠিত হবে। যদিও ইনজুরির কারণে বিরাট কোহলিকে পাচ্ছে না রয়েল চ্যালেঞ্জার্স। তার অবর্তমানে দলের নেতৃত্বে থাকবেন অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন।

এবারের আইপিএল একটু ভিন্ন মাত্রারই বলা চলে। কারণ, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো নির্বাহী কমিটি দায়িত্বে নেই। আদালতের নিষেধাজ্ঞার কারণে আগের কমিটিকে দায়িত্ব ছেড়ে দিতে হয়েছে। আদালতের নির্দেশ মানতে গিয়ে অনেক রথি-মহারথিকেই সরে দাঁড়াতে হয়েছে ক্রিকেট থেকে। এমন পরিস্থিতিতে বলতে গেলে অভিভাবকছাড়াই মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টটি। যদিও আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন রাজীব শুক্লাই।

আইপিএলের আট দল- সানরাইজার্স হায়দরাবাদ, রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু, রাইজিং পুনে সুপারজায়ান্ট,গুজরাট লায়ন্স,কিংস ইলেভেন পাঞ্জাব,কলকাতা নাইট রাইডার্স, দিল্লি ডেয়ারডেভিলস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

০৪/০৪/২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি