মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আবারও উত্তর কোরিয়ার ক্ষেপনাস্ত্র পরীক্ষা ব্যর্থ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:চলমান সংকটের মুহূর্তে আবারো রোববার ১৬ এপ্রিল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে এবারের এ চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

উত্তর কোরিয়ার পূর্ব উপকূলের সিনপো শহর থেকে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর চেষ্টা করা হয়  এবং উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হয়ে যায়।

এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণচেষ্টার আগের দিন শনিবার (১৫ এপ্রিল) ব্যাপক সমরাস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্রকে উল্টো ‘পরমাণু জবাব’ দেওয়ার হুমকি দেয় উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাং এর ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রেসিডেন্ট কিম জং-উন আমেরিকাকে উসকানিমূলক পদক্ষেপ না নিতে সতর্ক করে দেন।

ওই সামরিক প্রদর্শনীতে সাবমেরিন থেকে উৎক্ষেপণ-যোগ্য ব্যালাস্টিক মিসাইল প্রথমবারের মত জনসমক্ষে তুলে ধরা হয়। বিশ্বের যেকোনো জায়গায় লক্ষ্যবস্তুকে টার্গেট করার উদ্দেশ্যে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার সম্ভব।

পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রে জাতিসংঘের  নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু পেন্টাগনের দাবি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে পিয়ংইয়ং এরইমধ্যে পাঁচটি পারমাণবিক বোমার পরীক্ষা এবং দফায় দফায় বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শক্ত অবস্থান নিয়ে বলেছেন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় তার দেশ একাই ব্যবস্থা নিতে সক্ষম।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি