মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ দশমিক ২ ভাগ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৪.২০১৭


পূর্বাশা ডেস্ক:

বিশ্বব্যাংক বলছে, এবছরেই ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ভাগ। গত বছর এ প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮ ভাগ। ২০১৯ সালে ভারতের প্রবৃদ্ধি আরো গতিশীল হয়ে ৭ দশমিক ৭ ভাগ ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। রোববার বিশ্বব্যাংকের এ প্রতিবেদনে এও বলা হয়েছে বিশ্বে দক্ষিণ এশিয়ায় অর্থনীতি দ্রুত গতি পাচ্ছে। বিনিয়োগ লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে থাকলেও এবং হাজার টাকার নোট বাতিলের পরও ভারতে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে।

সময়মত ও সফল প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়েই ভারতে অর্থনীতির গতি বৃদ্ধি পাচ্ছে। অবশ্য দারিদ্র কমিয়ে আনতে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ভারতকে, বলছে বিশ্বব্যাংক।

পূর্বাশানিউজ/১৭-এপ্রিল,২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি