রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


ভারতে ইঁদুর কামড়ে ও মাথার খুলি হাতে নিয়ে কৃষকদের প্রতিবাদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের তামিলনাড়ু রাজ্যের খরাপীড়িত কৃষকরা জীবন্ত ইঁদুর কামড়ে ধরে ও মানুষের মাথার খুলি হাতে নিয়ে ‘সরকারি উপেক্ষার’ প্রতিবাদ করেছেন। অনেক কৃষক স্বেচ্ছায় হাত কেটে রক্ত ঝরিয়েছেন। কেউ নারীদের শাড়ি পড়েছেন, কেউ চুল কেটে ফেলেছেন, আবার কেউ বা নিজের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করেছেন। একজন তো প্রকাশ্যে নিজের ফাঁসিও দিতে চেয়েছেন। দমকলকর্মীদের বাধায় তা হয়ে উঠেনি।

রাজধানী দিল্লির যন্তরমন্তরে হাজির হয়ে এসব অভিনব প্রতিবাদে সরব হয়েছেন কৃষকরা। তারা বলেছেন, এসব মাথার খুলি ভাগ্যহত কৃষকদেরই।

তামিলনাড়ুর অন্তত ৩২টি জেলায় গত দু বছর ধরে প্রচণ্ড খরা চলছে। বিভিন্ন কারণে ১৭ জন কৃষক আত্মহত্যা করেছেন বলে বিভিন্ন সংবাদপত্রে খবর বেরিয়েছে।

বিক্ষোভরত কৃষকরা দাবি করেছেন, তাদের দুর্দশা কাটানোর জন্য সরকারি ত্রাণ, ঋণ মওকুফসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হোক।

ভারতের সবচেয়ে উন্নত রাজ্যের লোক হয়েও এদের অনেককেই রাস্তা থেকে কুড়িয়ে খাবার খেতে দেখা গেছে। কেউ কেউ দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসের সামনে উলঙ্গ হয়ে বিক্ষোভ করেছেন, কারণ মোদি তাদের সঙ্গে দেখা করতে চাননি।

কৃষকদের এসব বিক্ষোভকে অনেকে উদ্ভট পাগলামি বলে উল্লেখ করেছেন। আবার অনেকেই তাদের দুর্ভোগের প্রতি সহমর্মিতা জানিয়েছেন।

২৩ এপ্রিল ২০১৭,/ রুমকী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি