শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কোরীয় উপদ্বীপে ২৩০০০০ মার্কিন নাগরিককে প্রস্তুত থাকতে ট্রাম্পের নির্দেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোরিয়ান পেনিনসুলা বা কোরিয় উপদ্বীপ অঞ্চল থেকে ২ লাখ ৩০ হাজার মার্কিন নাগরিককে যে কোনো সময় ওই এলাকা ত্যাগ করতে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মাস খানেকের মধ্যে ওই অঞ্চলে সামরিক মহড়া শুরু করবে যার লক্ষ্যই হবে কিভাবে মার্কিন নাগরিকদের ওই অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে আনা যায়।

উত্তর কোরিয়ার অব্যাহত পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও তৃতীয় যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কার মাঝে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নির্দেশ দিলেন। একদিকে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন তার দেশ আক্রান্ত হলে যুক্তরাষ্ট্রে পাল্টা পারমাণবিক হামলার হুমকি দিয়ে আসছেন, অন্যদিকে সমর বিশেষজ্ঞরা সিরিয়া সংকট নিয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের টানাপড়েন, দক্ষিণ চীন সাগর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের ঠান্ডা সম্পর্ক তৃতীয় বিশ্ব যুদ্ধের দিকে পরিস্থিতি গড়াতে পারে বলে প্রবল আশঙ্কা করছেন।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে সাবধান করে বলছে দেশটি যদি পারমাণবিক অস্ত্র বা ক্ষেপণাস্ত্র পরীক্ষা অব্যাহত রাখে তাহলে সামরিক ব্যবস্থা, অর্থনৈতিক অবরোধ সহ সবধরনের ব্যবস্থা গ্রহণ করবে। এরপর মার্কিন যুদ্ধ জাহাজ আরামাদা কোরীয় উপদ্বীপে ধেয়ে যায় এবং এক পর্যায়ে অস্ট্রেলিয়া অভিমুখে রওনা দেয়।

সর্বশেষ মার্কিন সেনাবাহিনী এখন কোরীয় উপদ্বীপ অঞ্চল থেকে মার্কিন নাগরিকদের প্রত্যাহারে মহড়ার প্রস্তুতি নিচ্ছে। উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আরো বৃদ্ধি পেলে ওই অঞ্চল থেকে মার্কিন সেনাবাহিনীকে দেশটির ২ লাখ ৩০ হাজার নাগরিককে সরিয়ে আনতে হবে।

গত বছরের সেপ্টেম্বরে উত্তর কোরিয়ার পঞ্চম পারমাণবিক পরীক্ষার পরের মাসেই মার্কিন সেনাবাহিনী কোরিয়া উপদ্বীপে সর্বশেষ মহড়ায় অংশ নেয়। এখন সেখানে মার্কিন নাগরিকদের সরিয়ে আনতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ফের মহড়ার মত বিষয়কে বাস্তবসম্মত বলেই মনে করা হচ্ছে।

উত্তর কোরিয়া অব্যাহতভাবে বলে আসছে তারা তাদের পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। এটা হতে পারে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে দেশটি। মার্কিন সেনাবাহিনীর সূত্র বলছে আগামী জুনেই কোরীয় উপদ্বীপে মহড়া অনুষ্ঠিত হতে পারে। মহড়ার নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্রের ১৯তম এক্সপেডিশনারি সাসটেইনমেন্ট কমান্ড। এ কমান্ডটির অবস্থান হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওলের দক্ষিণে।

অন্তত ৩ জন মার্কিন নাগরিককে এরই মধ্যে উত্তর কোরিয়ায় আটক করা হয়েছে যাদের মধ্যে অটো ওয়ামবিয়ার ও যুক্তরাষ্ট্রের অধ্যাপক কিম স্যাং ডাক।

২৪/০৪/২০১৭ইং/ চৈতি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি