শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


কিমের ৫ লাখ নারী যোদ্ধা প্রস্তুত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লেগে গেলে উত্তর কোরিয়া ৫ লাখ নারী যোদ্ধা পাঠাবে সমরে। ইতিমধ্যে এসব নারী সেনা মহড়া সম্পন্ন করেছে। উত্তর কোরিয়ার ৮৫তম সশস্ত্র বাহিনী দিবসে আয়োজিত মহড়ায় ৫ লাখ নারী সেনা সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে। অসমর্থিত খবর হলেও জানা যায়, প্রেসিডেন্ট কিম জং-উন কোরিয়ার পিপলস আর্মিকে ৫ লাখ নারী সেনাকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন।

গত বছর উত্তর কোরিয়ার নারী সেনাদের সামরিক কুচকাওয়াজে অংশ নিতে দেখা যায়। কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া বলছে, এসব নারী সেনারা সংগঠিত, যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় যথেষ্ট সামর্থ রাখেন এবং লক্ষ্যবস্তুতে আঘাত করার মত সুনিপুণ দক্ষতা তাদের রয়েছে। যে কোনো সময় যে কোনো স্থানে শত্রুকে ঘায়েল করার মত প্রশিক্ষণে প্রশিক্ষণপ্রাপ্ত এসব নারী সেনাকে তৈরি করা হয়েছে যুদ্ধে সত্যিকারের ভূমিকা নেওয়ার জন্যে। তাদের আর্টিলারি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ঠিক কত সংখ্যক নারী সেনা উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে রয়েছে তা জানা যায়নি।

উত্তর কোরিয়ার সেনা সদস্য সংখ্যা ১২ লাখ এবং এর ১০ ভাগ নারী সেনা রয়েছে এমন অনুমান থাকলেও এখন বলা হচ্ছে এ অনুপাত ৪০ ভাগ পর্যন্ত হতে পারে। এর আগে নব্বইয়ের দশকে উত্তর কোরিয়ার দুর্ভিক্ষে সেনা সদস্যদের ব্যাপক মৃত্যু হওয়ার কারণে দেশটি নারীদের সেনা সদস্য হিসেবে নেওয়ার পরিকল্পনা গ্রহণ করে।

১৯৫৩ সালে দুই কোরিয়ার মধ্যে শান্তি চুক্তি ব্যর্থ হয়ে যাওয়ার পর থেকে দ্বন্দ্ব ও বৈরীতা বৃদ্ধি পেয়ে আসছে।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি