বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


প্রতিশ্রুতির ৮০ ভাগ পূরণে ব্যর্থ ট্রাম্প


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

২৯ শে এপ্রিল। ক্ষমতা গ্রহণের প্রথম শততম দিন পূরণ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ সময়ে তিনি প্রতিশ্রুতির শতকরা ৮০ ভাগেরও বেশি পূরণ করতে ব্যর্থ হয়েছেন। প্রথম একশত দিনে তিনি যেসব কাজ সম্পন্ন করার কথা বলেছিলেন তার মধ্যে সম্পন্ন হয়েছে আংশিক। তার দেয়া প্রতিশ্রুতির সংখ্যা ছিল ৩৮টি। তার মধ্যে মাত্র ৭টি প্রতিশ্রুতি পূর্ণাঙ্গভাবে সম্পন্ন করতে পেরেছেন। অন্যগুলো সম্পন্ন করেছেন আংশিক। কিছু আছে যাকে সম্পন্ন হওয়ার যোগ্যতার মধ্যে ধরাই যায় না। প্রেসিডেন্ট ট্রাম্পের শততম দিনে তার কর্মকা-ের বিশ্লেষণ করতে গিয়ে এসব কথা লিখেছেন সাংবাদিক এমিলি শুগারম্যান। তিনি এতে বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্প কেন্দ্রীয় পর্যায়ে কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া স্থবির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সামরিক কর্মকর্তা কর্মচারী, জাতীয় নিরাপত্তা ও জন নিরাপত্তা বিষয়ক খাত বাদ দিয়ে ২৪শে জানুয়ারি তিনি এ আদেশ জারি করেন। কিনউত তিন মাসেরও কম সময়ের মধ্যে ১২ই এপ্রিল তা প্রত্যাহার করেন তিনি।

হোয়াইট হাউজের ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক পরিচালক মাইক মুলভানি বলেছেন, ওই আদেশের স্থানে বহাল করা হয়েছে একটি স্মার্ট পরিকল্পনা, অধিক স্মার্ট পরিকল্পনা। কংগ্রেসের সব সদস্যের মেয়াদ সীমাবদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু তা পূরণ করা হয় নি। ডনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউজ অথবা কংগ্রেশনাল কোনো কর্মকর্তা সরকারি দায়িত্ব ছাড়ার পর ৫ বছরের মধ্যে লবিস্ট হিসেবে কাজ করতে পারবেন না। এ বিষয়ে তিনি নিষেধাজ্ঞা দেবেন। এ প্রতিশ্রুতিটি কি তিনি পালন করেছেন? উত্তর হলোÑ আংশিক। কারণ, তিনি একটি নির্বাহী সব নিয়োগপ্রাপ্তকে ৫ বছরের মধ্যে কোনো সংস্থার লবিস্ট হিসেবে কাজ না করার জন্য একটি নির্দেশ জারি করেন। এ নির্দেশে বাদ রাখা হয় কংগ্রেশনাল কর্মকর্তাদের। ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, হোয়াইট হাউজের কোনো কর্মকর্তা যাতে বিদেশী কোনো সরকারের পক্ষে লবিং করতে না পারে এ জন্য যাবজ্জীবন নিষেধাজ্ঞা জারি করবেন। তিনি এ প্রতিশ্রুতিটি রাখতে পেরেছেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের জন্য বিদেশী যেসব লবিস্ট অর্থ সংগ্রহ করে তাদের বিরুদ্ধে পুরোপুরো নিষেধাজ্ঞা দেয়ার। কিন্তু তিনি এ প্রতিশ্রুতিটি পূরণ করেন নি।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি