বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সৌদি আরবে ফিরে আসছে সিনেমা হল!


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্ব যখন এগিয়ে চলছে বিজ্ঞান ও প্রযুক্তিকে ভর করে। তখন  তেল সমৃদ্ধ সৌদি আরব কেন পিছিয়ে থাকবে। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে সৌদিতে বিভিন্ন প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাজধানীতে কমিন শোর আয়োজন করা হয় হত ফেব্রুয়ারিতে।

ধীরে ধীরে কট্টর ইসলাম থেকে মধ্যপন্থার দিকে যাচ্ছে সৌদি আরব। দেশটির উন্নয়নে শুধু তেলের উপর নির্ভরতা হ্রাস করে বিভিন্ন কর্মসংস্থান তৈরির জন্য ‘ভিশন-২০৩০’ ঘোষণা করা হয়েছে।

তাই নারীদের ভোটাধিকারও দেওয়া হয়েছে গত বছর থেকে। আর এবার সিনেমা হলও পুনরায় চালুর পরিকল্পনা করতে সৌদি আরব।

সত্তরের দশকে সিনেমা হল থাকলেও বিভিন্ন কারণে সিনেমা হল বন্ধ হয়ে যায় সৌদিতে। চলতি বছর থেকে সৌদিতে শুরু হয়েছে কনসার্টের আয়োজন। ‘ভিশন-২০৩০’ বাস্তবায়নের জন্য সংস্কৃতির বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে। সরকার এর মধ্যে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা সংস্কৃতিকেও ভিশনের বাইরে রাখবে না।

সৌদি আরবে কর্মসংস্থান বৃদ্ধিতে গত বছর সৌদি লাইফ স্টাইলের কাজ চালুর ঘোষণা দিয়েছেন ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদির নাগরিকরা প্রতি বছর বিদেশি সিনেমা দেখা বাবদ ২০ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করে থাকে। তারা সিনেমার পাশাপাশি বিনোদন পার্কে ঘুরতে যায়। সবচেয়ে বেশি ভ্রমণ করে প্রতিবেশি দেশ আমিরাতের দুবাইয়ে।

সৌদি আরবের জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান আহমেদ আল খাতিব রয়টার্সকে এক সাক্ষাৎকারে জানান, অধিকাংশ সৌদি নাগরিক চায় সৌদিতে সিনেমা হল চালু করা হোক। যারা সিনেমা হল চান তাদের মধ্যে অধিকংশের বয়স ৩০ বছরের নিচে। তারাই এই পরিবর্তনটা চান।

৩০ বছরের কম বয়সীদের ৯৯ ভাগ লন্ডন ও নিউ ইয়র্কে বিনোদনের জন্য গিয়ে থাকেন। তবে এই বয়সীদের হিসেব খুব বেশি নয় বলেও মনে করেন তিনি। সিনেমা হল নিয়ে সৌদিতে ভিন্নমত রয়েছে। কারণ সৌদিতে অনেকে ধর্মীয় নিরপেক্ষ, রক্ষণশীল তবে অধিকাংশই হচ্ছে মধ্যপন্থি। বিদেশ ভ্রমণ, সিনেমা হলে গিয়ে চবি দেখা ও কনসার্টে যারা যায় তারা মধ্যপন্থি।

সৌদি আরবের রাজধানী রিয়াদে ফেব্রুয়ারি থেকে কমিন শোর আয়োজন করা হচ্ছে। সেখানে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছে। বোস্টন কাউন্সিলিংয়ের মাধ্যমে সৌদি যুবকদের কাজে লাগানোর পরিকল্পনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে সিনেমা হলও চালু করার পরিকল্পনা করছে সরকার। তবে এটি বাস্তবায়ন করা সময় সাপেক্ষ বলেও জানান জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটির চেয়ারম্যান আহমেদ আল খাতিব।

পূর্বাশানিউজ/২৯-এপ্রিল,২০১৭/ফারজানা

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি