বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মফস্বলের সাংবাদিকতা, এক কঠিন বাস্তবতার নাম


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

নানা মহলের চাপ, ভয়ভীতি, হুমকি এবং হামলা-মামলা মোকাবেলা করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের গণমাধ্যম। তবে সবচেয়ে বেশি নির্যাতনের মুখোমুখি হতে হচ্ছে মফস্বলের সাংবাদিকদের। পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবও মফস্বলে এক কঠিন বাস্তবতার নাম।

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে প্রধান বাধা কি? এই প্রশ্নের উত্তর রাজধানীর চেয়ে তৃণমূলে অনেকটাই আলাদা। মফস্বলের সংবাদকর্মীরাই শিকার হচ্ছেন সবচেয়ে বেশি নির্যাতনের।

গত দু’দশকে সবচেয়ে বেশি সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে। সত্য উন্মোচন করতে গিয়ে বারবার প্রভাবশালী দুর্বৃত্তদের রোষানলে পড়েছেন সাংবাদিকরা। সন্ত্রাসীদের গুলি ও বোমা হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৭ জন সাংবাদিক। এরমধ্যে শুধুমাত্র যশোরেই হত্যাকা্ণ্ডে শিকার হয়েছেন ৫ জন। নির্যাতন, মামলা-হামলার শিকার হয়েছেন কয়েকশ’ সাংবাদিক।

সিরাজগঞ্জে পেশাগত দায়িত্ব পালনকালে একাধিক সংবাদকর্মী নির্যাতিত হয়েছে। শাহজাদপুরে আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মেয়রের গুলিতে মৃত্যু হয়েছে সমকাল শাহজাদপুর প্রতিনিধি শিমুলের। এরপরও অনিয়ম-দুর্নীতির কাছে নতজানু না হওয়ার শপথ সাংবাদিকদের।

মফস্বলে পর্যাপ্ত সুযোগ-সুবিধা না দেয়াও মুক্ত গণমাধ্যম বিকাশে বড় বাধা বলে মনে করেন সাংবাদিকেরা।

তবে সব পেশাগত প্রতিবন্ধকতা জয় করে অচিরেই বাংলাদেশে সত্যিকার অর্থে মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হবে আশা সংবাদমাধ্যমের সাথে জড়িত কর্মীদের।

পূর্বাশানিউজ/০৩-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি