বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃতের বাড়িতে কি আগুন জ্বালানো নিষেধ?


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

কোন কোন অঞ্চলের অধিবাসীদের মুখে শোনা যায়, যে বাড়িতে কেউ মারা যায়, সে বাড়িতে তিনদিন পর্যন্ত আগুন জ্বালানো নিষেধ। এটা নাকি অশুভ!

মনে রাখতে হবে, ইসলামে কোন কিছু থেকে কুলক্ষণ গ্রহণের কোন সুযোগ নেই। আর স্বাভাবিক গ্রহে-কর্মে আগুণ জ্বালালে তাতে কুলক্ষণের তো প্রশ্নই আসে না। তাই এ-ধারণা ঠিক নয়। প্রয়োজনে যে কোন সময় আগুন জ্বালানো যাবে। তাছাড়া মৃতকে গোসল দেওয়ার জন্য নব অঞ্চলেই পানি গরম করার নিয়ম আছে। তখন এই কুলক্ষণের বিষয়টি কোথায় যাবে?

এ কথা ঠিক যে, মৃতের পরিবার স্বজন হারানোর বেদনায় শোকাহত থাকার কারণে রান্না-বান্নার দিকে মনোযোগ দিতে পারে না। তাই পাড়া-পড়শী ও দূর সম্পর্কের আত্মীয় স্বজনকে পরিবারটির একদিন একরাতের খাবার-দাবারের আয়োজন করতে বলা হয়েছে।–রদ্দুল মুহতার ২/২৪০,৬৬৬৫

মদীনায় জাফর ইবনে আবু তালব রা.এর শাহাদাতের সংবাদ পৌঁছালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাবার রান্না কর। কেননা এ মুহূর্তে তারা এদিকে মনোযোগ দিতে পারবে না। -মুসনাদে আহমদ ২/২০৫,৬/৩৭০, জামে তিরমিযী, হাদীস ১০০৩।

মোটকথা, মৃতের পরিবারের জন্য খাবার পাঠানোর সম্পূর্ণ ভিন্ন একটি বিষয়। এখান থেকে এ ধারণা করা যে, মৃতের বাড়িতে আগুন জ্বালানো যাবে না, সম্পূর্ণ ভুল।

০৮/০৫/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি