বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


সকল দোয়াই কবুল হয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র কুরআনে আল্লাহপাক বলেছেন, “তোমাদের দুজনের [মুসা ও হারুন (আ.)] দোয়া কবুল করা হলো। সুতরাং তোমরা অবিচল থাকো। আর তোমরা কখনো অজ্ঞদের পথ অনুসরণ করো না।” (সুরা : ইউনুস, আয়াত : ৮৯)

তাফসির : আগের আয়াতে ফেরাউনের প্রতি মুসা (আ.)-এর বদদোয়া বিষয়ে বর্ণনা করা হয়েছিল। সেখানে ফেরাউন ও তার দলবলের ধ্বংস কামনা করা হয়েছিল। এই প্রার্থনা হজরত মুসা (আ.) ও হারুন (আ.) উভয়েই করেছিলেন। তাঁদের প্রার্থনার সারমর্ম হলো, হে আল্লাহ! আমরা বুঝতে পেরেছি, মিসরীয়দের সম্পদ, ঐশ্বর্য, পার্থিব চাকচিক্য হিংসার বিষয়বস্তু নয়। কেননা এসব বস্তু হচ্ছে ক্ষণস্থায়ী জীবনের প্রয়োজনীয় সম্পদ। এই সম্পদের চাকচিক্য মানুষকে মোহমুগ্ধ করে ফেলে। দম্ভ-অহংকার তার আত্মাকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়। ফলে সে বিপথে পরিচালিত হয়। কেবল নিজেই পরিচালিত হয় না, অন্যকেও পরিচালিত করে। অহংকার ও দম্ভই তাদের সব কাজ নষ্ট করে দেয়; তাদের পতনের কারণ ঘটায়। তাদের ঐশ্বর্য, সম্পদ তাদের অন্তরের প্রশান্তি নষ্ট করে দেয়। তাদের অন্তরকে পাষাণে পরিণত করে। এই পাষাণ হৃদয়ে আল্লাহর বাণীর মাধুর্য প্রবেশ করতে পারে না। ফলে তারা কখনো আল্লাহর নিদর্শনে বিশ্বাস স্থাপন করবে না। আল্লাহর ওপর ইমান আনবে না, যতক্ষণ না তারা স্বচক্ষে আল্লাহর শাস্তি প্রত্যক্ষ করে।

আলোচ্য আয়াতে এই প্রার্থনা পূরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। আল্লামা বগভি (রহ.)-এর মতে, এই প্রার্থনা ৪০ বছর পর কবুল করা হয়েছে। এর আলোকে জানা যায়, ফেরাউন হজরত মুসা ও হারুন (আ.)-এর অভিশাপ ও বদদোয়ায় ডুবে মরেছে।

আয়াতের শেষাংশে উভয় নবীকে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই সঙ্গে অজ্ঞদের পথ অনুসরণ করতে নিষেধ করা হয়েছে।

দোয়ার ফজিলত

দোয়া বা আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, “তোমরা আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনা কবুল করব। যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ, তারা অবশ্যই জাহান্নামে প্রবেশ করবে লাঞ্ছিত হয়ে।” (সুরা : মুমিন, আয়াত : ৬০)

রাসুল (সা.) বলেন, দোয়াই হলো ইবাদত। (আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজা)

দোয়া কখনো বৃথা যায় না। তবে কখনো কখনো দোয়া কবুল হতে বিলম্ব হতে পারে। এর জন্য হতাশ হওয়ার কিছু নেই। হাদিস শরিফে এসেছে, হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম (সা.) বলেছেন, যখন কোনো মুমিন ব্যক্তি দোয়া করে, যে দোয়ায় কোনো পাপ থাকে না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার বিষয় থাকে না, তাহলে আল্লাহ তিন পদ্ধতির কোনো এক পদ্ধতিতে তার দোয়া অবশ্যই কবুল করে নেন। এক. সে যে দোয়া করেছে হুবহু তা কবুল করা হয়। দুই. তার দোয়ার প্রতিদান পরকালের জন্য সংরক্ষণ করা হয়। তিন. এই দোয়ার মাধ্যমে তার ওপর আগত কোনো বিপদ দূর করে দেওয়া হয়। এ কথা শুনে সাহাবিরা বললেন, আমরা তাহলে অধিক পরিমাণে দোয়া করতে থাকব। রাসুল (সা.) বললেন, তোমরা যত প্রার্থনাই করবে, আল্লাহ তার চেয়ে অনেক বেশি তা কবুল করতে পারেন।

পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি