বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মৃতের মন্দকে স্মরণ নয়


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

অপরিসীম বিস্ময়ের চিন্হ ফুটে উঠলো তাঁর নীরব দৃষ্টিতে। একে একে সমবেত সকলের ওপর ঘুরিয়ে নিলেন তাঁর শীতল চাহনি। প্রবহমান বাতাস হঠাৎ থমকে যাওয়ার মতো তাদের সকলের শ্বাস প্রশ্বাস থেমে যাওয়ার উপক্রম হলো। কারো মুখে কোনো কথা নেই। তাঁর গাম্ভীর্যভরা মুখের দিকে দৃষ্টি নিবদ্ধ করে প্রতীক্ষার প্রহর গুণতে লাগলো সবাই।

অন্যান্য দিনের মতোই সূর্য আলো ছড়াচ্ছিলো মদীনার পথ- ঘাট,মাঠ-প্রান্তরে। বাতাস বয়ে চলছিলো শুন্যতাকে ভরাট করে। স্বাভাবিকতার পর্দা ফেড়ে হঠাৎ একটি শোক সংবাদ এসে পৌঁছলো রাসূল সা. এর কাছে। একটি জীবনের বিয়োগ। পৃথিবীর আলো বাতাস পেছনে ফেলে অনন্ত জগতের আলো বাতাসে বেঁচে থাকার জন্য বিয়োগ।

রাসূল সা. সমবেত সাহাবীদের নিয়ে রওয়ানা হলেন তাকে চিরবিদায় জানাতে। সত্যপ্রকাশে নির্ভীকচিত্ত হযরত উমর রা.ও ছিলেন সে ক্ষুদ্র কাফেলায়।

হযরত উমর রা.। যার ইসলামের সূচনাই হয়েছিলো কঠোরতার পথে একটু একটু করে হেঁটে হেঁটে। কলিজার টুকরা আবু শাহমাও যে স্বভাব কঠোরতার বৃত্ত ভেঙ্গে বেরিয়ে যেতে পারেননি। মৃতের মুখ দেখেই তিনি – চেতনার অজান্তেই হয়তো- রাসূলে আরাবীর মুখ পানে চেয়ে ঝাঁঝ মেশানো গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলে ওঠলেন ,“ইয়া রাসূলাল্লাহ ! আপনি এর জানাযা পড়াতে পারেননা। এ ব্যক্তি জীবদ্দশায় তেমন সজ্জন ছিলোনা।”

খুবই সামান্য হলেও কথাটা রাসূল সা. এর মন:পূত হলো না। বিবেকের কোথায় যেন একটু টান লাগলো। তৎক্ষণাৎ তিনি কোনো কথা বললেন না। শীতল চাহনি ছড়িয়ে দিলেন সমবেত সাহাবীদের ওপর। আর প্রতীক্ষার প্রহর গুণতে লাগলো সবাই।

নীরব একেকটি মুহূর্ত সাহাবীদের কাছে মনে হচ্ছিলো একেকটি কাল। এমনই কয়েকটি কাল পেরিয়ে রাসূল সা. এর মুখ থেকে শান্ত একটি প্রশ্ন বেরিয়ে এলো,“তোমাদের কেউ কি এই লোকটিকে কোনোদিন কোনো ভালো কাজ করতে দেখেছো?”

ভোরের আলো আঁধারের পর্দা ঘুচিয়ে দেয়ার মতোই ছোট্ট এই প্রশ্নটি সাহাবীদের অপেক্ষার ইতি টানলো। সবাই একটু স্বস্তির নিশ্বাস ফেললেন। উপস্থিত সাহাবীদের মাঝ থেকে একজন বললেন, “হ্যাঁ, ইয়া রাসূলাল্লাহ! এই লোকটি একবার পূর্ণ একটি রাত আল্লাহর রাস্তায় পাহারাদারীর কাজ আঞ্জাম দিয়েছিলো।”

আবেগে রাসূল সা. এর বুকটা একেবারে ভরে উঠলো। আর কোনো কথা নেই। আর কোনো প্রশ্ন নেই। আর কোনো উত্তর নেই। অত্যন্ত যতœসহকারে ভাবাবেগে ভরপুর হয়ে রাসূল সা. লোকটির জানাযা সম্পন্ন করলেন এবং কবরে একমুঠো মাটি দিতে দিতে মধুর দরদ মিশিয়ে বললেন, “দেখ! তোমার দুনিয়ার সাথীরা মনে করছে তুমি জান্নাতের উপযুক্ত নও। কিন্তু বিশ্বাস করো; আমি সাক্ষ্য দিচ্ছি, জান্নাতই হবে তোমার শেষ ঠিকানা।

লোকটির দাফন সম্পন্ন হলো। এখনই চলে যাবে যে যার গন্তব্যে। সবার চোখে-মুখে সে রকমই একটা ভাব বুদ্বুদের মতো বিরাজ করছিলো। রাসূল সা. উমর রা. কে কাছে ডেকে নিলেন। স্বস্নেহে বললেন, উমর! কখনো মৃত মানুষের মন্দ স্বভাবের কথা মুখেও এনোনা। ওরাতো পৃথিবীর পাঠ চুকিয়ে গেছে। অল্পকালের মধ্যেই ওরা হারিয়ে যাবে বিস্মৃতির আড়ালে । স্মরণ যদি করতেই হয় তাহলে ওদের ভালোকাজগুলোর ভেতর দিয়েই ওদের স্মরণ করো। মনে রেখো! কোন মানুষ কী কাজে তার জীবন কাটিয়েছে তা তোমাকে জিজ্ঞাসা করা হবে না। জীবনের ভাজে ভাজে কোন বিশ্বাসে সে ভরপুর ছিলো এটাই শুধু দেখার। এটাই শুধু ভাবার।

শান্ত অথচ অমূল্য এই কথাগুলো উমরের বিবেকের সাগরে চেতনার এক নতুন জোয়ার এনে দিলো। ঐশী ফুলের পবিত্র সুবাসে ভরে উঠলো তাঁর চিন্তার আঙ্গিনা। আত্মার সাথে এক অটুট প্রতিজ্ঞায় প্রতিশ্রুত হলেন তিনি। চেহারায় তেমনই আভাস পরিস্ফুট হলো। চিরচেনা মিষ্টি হাসির অমূল্য উপঢৌকন দিয়ে তাঁর সাথে কথা শেষ করলেন রাসূল সা.।

অপরিসীম বিস্ময়ে সিক্ত হতে হতে, বোধের এক নতুন দীক্ষা পেতে পেতে সাহাবীরা প্রত্যেকেই ফিরে চললেন যে যার ঠিকানায়।

পূর্বাশানিউজ/০৯-,মে ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি