বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা চায় যুক্তরাষ্ট্র


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:বাংলাদেশের টেন্ডারিং প্রক্রিয়ায় স্বচ্ছতা চেয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যকার তৃতীয় টিকফা বৈঠকে দেশটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান বাণিজ্য সচিব শুভাশীষ বসু।

তবে এবারের বৈঠকে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বহুকাঙ্ক্ষিত জিএসপি সুবিধা ফেরত দেয়ার বিষয়ে কোনো অালোচনা হয়নি বলে জানান তিনি।

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক, বাণিজ্য সচিব মিখাইল শিপার ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসময় উপস্থিত ছিলেন।

রুবেল মজুমদার



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি