বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ছয় ব্যাংকের প্রভিশন ঘাটতি ৭ হাজার ৪৯৩ কোটি টাকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৫.২০১৭

পূর্বাশা  ডেস্ক:

কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ব্যাংকিং খাতের ক্রমবর্ধমান খেলাপি ঋণ। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বেড়েছে ব্যাংকগুলোর প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণের পরিমাণও। চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংকগুলোয় খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা বেড়েছে ৫ হাজার ৭১১ কোটি টাকা। এ সময়ে অধিকাংশ ব্যাংক প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণ করলেও এক্ষেত্রে ব্যর্থ হয়েছে ছয়টি ব্যাংক।

প্রয়োজনীয় প্রভিশন সংরক্ষণে ব্যর্থ হওয়া ব্যাংকগুলো হলো— রাষ্ট্রায়ত্ত সোনালী, বেসিক ও রূপালী এবং বেসরকারি খাতের ন্যাশনাল, প্রিমিয়ার ও বাংলাদেশ কমার্স ব্যাংক। চলতি বছরের মার্চ শেষে এ ছয় ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৪৯৩ কোটি টাকা। যদিও গত ডিসেম্বর শেষে এ ব্যাংকগুলোর ৬ হাজার ৫৪০ কোটি টাকার প্রভিশন ঘাটতি ছিল।

জানা গেছে, ২০১৬ সালের ডিসেম্বর শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা ছিল ৩৬ হাজার ২০৯ কোটি টাকা। কিন্তু মাত্র তিন মাসের ব্যবধানে চলতি বছরের মার্চ শেষে ব্যাংকগুলোয় প্রভিশনের প্রয়োজনীয়তা দাঁড়িয়েছে ৪১ হাজার ৯২০ কোটি টাকা। তবে মার্চ শেষে ব্যাংকগুলো সংরক্ষণ করেছে ৩৬ হাজার ৬৮৮ কোটি টাকার প্রভিশন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সাবেক সভাপতি ও মেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন এ প্রসঙ্গে বণিক বার্তাকে বলেন, খেলাপি ঋণ একটি ব্যাংকের ওপর বহুমুখী নেতিবাচক প্রভাব ফেলে। খেলাপি ঋণের কারণে একদিকে ব্যাংকের মুনাফা কমে যায়। অন্যদিকে খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন সংরক্ষণ করতে গিয়ে ব্যাংককে হিমশিম খেতে হয়। ব্যাংকগুলোর নিজেদের দায়িত্বেই খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে হবে। পরিচালন ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা সম্ভব বলে খেলাপি ঋণ এমনিতেই কমে যাবে।

ব্যাংকে রাখা সাধারণ গ্রাহকদের আমানতের অর্থ থেকে ঋণ বিতরণ করে ব্যাংকগুলো। মূলত একটি ব্যাংকের প্রধান কাজই হলো আমানত সংগ্রহ করে গ্রাহকদের মাঝে ঋণ বিতরণ। আমানতকারীদের অর্থের ঝুঁকি কমাতেই বিতরণকৃত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণ করতে হয়। নিয়মানুযায়ী ব্যাংকের অশ্রেণীকৃত বা নিয়মিত ঋণের বিপরীতে দশমিক ২৫ থেকে ৫ শতাংশ হারে প্রভিশন রাখতে হয়। নিম্নমান বা সাব-স্ট্যান্ডার্ড ঋণের বিপরীতে প্রভিশন রাখতে হয় ২০ শতাংশ। আর সন্দেহজনক ঋণের বিপরীতে ৫০ এবং মন্দ মানের খেলাপি ঋণের বিপরীতে ১০০ শতাংশ প্রভিশন রাখতে হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের প্রভিশন ঘাটতি ৩২৭ কোটি টাকা বেড়েছে। ২০১৬ সালের ডিসেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৭৭৬ কোটি টাকা, যা চলতি বছরের মার্চে  ২ হাজার ১০৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। মার্চ শেষে সোনালী ব্যাংকের বিতরণকৃত ঋণের স্থিতি দাঁড়িয়েছে ৩২ হাজার ৪২৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি হয়ে গেছে ব্যাংকটির ১০ হাজার ৬২৮ কোটি টাকার ঋণ। ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপির খাতায় চলে গেছে।

এদিকে লুটপাটে বিপর্যয়ের শিকার হওয়া রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ ডিসেম্বরের তুলনায় কমেছে মার্চ প্রান্তিকে। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ৪ হাজার ৬৩ কোটি টাকা, যা মার্চ শেষে ২ হাজার ৮৮০ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭ হাজার ৩৭৩ কোটি টাকা, যা বিতরণকৃত ঋণের ৫৩ দশমিক ৯০ শতাংশ।

প্রভিশন ঘাটতি বেড়েছে শেয়ারবাজারে নিবন্ধিত রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকেরও। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২৪১ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে মার্চে এসে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ১ হাজার ৪৯৫ কোটি টাকা। মূলত খেলাপি ঋণের অস্বাভাবিক বৃদ্ধিই ব্যাংকটির প্রভিশন ঘাটতি বাড়িয়েছে। ২০১৬ সাল শেষে রূপালী ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ হাজার ৭৯৩ কোটি টাকা। চলতি বছরের মার্চে এসে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ৪ হাজার ২৬৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা ব্যাংকটির বিতরণকৃত ঋণের ২৪ দশমিক ৫৫ শতাংশ।

বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংকেরও প্রভিশন ঘাটতি বেড়েছে মার্চ শেষে। গত বছরের ডিসেম্বরে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ১২৩ কোটি টাকা থাকলেও চলতি বছরের মার্চ শেষে এর পরিমাণ দাঁড়িয়েছে ৫১১ কোটি টাকায়। গত বছরের ডিসেম্বর শেষে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৩৪২ কোটি টাকা। চলতি বছরের মার্চে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৭৮৪ কোটি টাকা ছাড়িয়ে গেছে। ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৮ দশমিক ৪৮ শতাংশই রয়েছে খেলাপির খাতায়।

আগে থেকেই প্রভিশন ঘাটতিতে থাকা বেসরকারি খাতের প্রিমিয়ার ব্যাংকের প্রভিশন ঘাটতি আরো বেড়েছে। গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংকটির প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ৪৭ কোটি টাকা। কিন্তু চলতি বছরের মার্চে এসে প্রিমিয়ার ব্যাংকের প্রভিশন ঘাটতি ২১২ কোটি টাকা ছাড়িয়েছে। ব্যাংকটির বিতরণকৃত ঋণের ৬ শতাংশ রয়েছে খেলাপির খাতায়।

চলতি বছরের মার্চ শেষে বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২৮৯ কোটি টাকায়। ডিসেম্বর শেষে প্রভিশন ঘাটতির পরিমাণ ছিল ২৮৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ডিসেম্বরে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ বিতরণকৃত মোট ঋণের ৯ দশমিক ২৩ শতাংশ থাকলেও মার্চে এসে ১০ দশমিক ৫৩ শতাংশে দাঁড়িয়েছে। সাধারণত ডিসেম্বরে ব্যাংকগুলোর খেলাপি ঋণ নিম্নমুখী থাকে। এর পর মার্চে খেলাপি ঋণ বেড়ে যায়। গত কয়েক বছরের অভিজ্ঞতা এটিই বলে। তিনি বলেন, খেলাপি ঋণ কমিয়ে আনার জন্য বাংলাদেশ ব্যাংক সাধ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যাংকগুলোকে নিজ দায়িত্বেই খেলাপি ঋণের পরিমাণ কমিয়ে আনতে হবে। খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় ছয়টি ব্যাংক প্রভিশন ঘাটতিতে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এ ব্যাংকগুলোকে যথাযথভাবে তত্ত্বাবধান করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১৬ সাল শেষে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬২ হাজার ১৭২ কোটি টাকা, যা ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ৯ দশমিক ২৩ শতাংশ। চলতি বছরের মার্চে খেলাপি ঋণের এ পরিমাণ ৭৩ হাজার ৪০৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। মার্চ শেষে ব্যাংকগুলোর বিতরণকৃত ঋণের ১০ দশমিক ৫৩ শতাংশই খেলাপির খাতায় চলে গেছে। অবলোপনকৃত প্রায় ৪৫ হাজার কোটি টাকাসহ মার্চ শেষে দেশের ব্যাংকিং খাতের মোট খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

পূর্বাশানিউজ/১৮-মে,২০১৭/ফারজানা



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি