বৃহস্পতিবার,১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


রোজা অবস্থায় ইনজেকশন নেয়া যাবে কি?


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৫.২০১৭

পূর্বাশা ডেস্ক:

রোজা রাখা অবস্থায়ও আমরা ইঞ্জেকশন নিই। আবার মনে মনে প্রশ্নও জাগে রোজা  রেখে ইঞ্জেকশন নিলে রোজা  ভাঙ্গবে কি না? এ বিষয়ে বিখ্যাত ফতোয়াগ্রন্থ- ফতোয়ায়ে শামির ৩ খ-ের ৩৬৭ পৃষ্ঠায় বলা হয়েছে- রোজা অবস্থায় ইঞ্জেকশন নিলে রোজা  ভাঙ্গবে না। কারণ, ইঞ্জেকশনের মাধ্যমে পেটে বা মস্তিষ্কে  কোন খাবার বা পানীয় পৌঁছে না। পেটে বা মস্তিষ্কে সরাসরি খাবার বা পানীয় না পৌঁছলেই রোজা ভাঙে না। অবশ্য খাবার বা পানীয় সরাসরি পৌঁছলেই কেবল রোজা ভাঙবে বলে মনে করেন ইসলামি আইনবিদরা।

পূর্বাশানিউজ/৩০-,মে ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি