পূর্বাশা ডেস্ক:
ক্রেডিট কার্ডে সুদরে হার সর্বোচ্চ ১৬ শতাংশ নির্ধারণ করতে চায় বাংলাদেশ ব্যাংক। এদিকে জামানতবিহীন এই ঋণে ২৪ ঘন্টা গ্রাহক সেবা, বাড়তি ব্যয় ও ঝুঁকির অজুহাতে প্রায় ৩৬ শতাংশ সুদ রাখছে বাণিজ্যিক ব্যাংকগুলো। ব্যাংক ঋণের সুদে শৃঙ্খলার স্বার্থে এই হার কমানোর পক্ষে মত দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর। তবে সুদ কমানোর পক্ষে না বাণিজ্যিক ব্যাংকগুলো।
আধুনিক বিশ্বে ক্রেডিট কার্ডকে বলা হয় প্লাস্টিক মানি । উন্নত দেশে ক্যাশলেস ট্রানযেকশন জনপ্রিয় হলেও বাংলাদেশে এর গ্রাহক সংখ্যা মাত্র ৯ লাখ। প্রতি মাসে গড়ে লেনদেন হয় সাত’শ কোটি টাকা। কিন্তু বর্তমানে দেশে ৩০টি বাণিজ্যিক ব্যাংক ক্রেডিট কার্ড সেবা দিলেও গ্রাহক সংখ্যা এগিয়ে রয়েছে ৪টি বেসরকারি ব্যাংক। গড়ে এইসব ব্যাংকে সুদের হার ৩৬ শতাংশ । তাছাড়া প্রতিবেশি দেশগুলোতে সুদের হার অনেক কম।
তবে ১১ই মে সুদ কমানোর জন্য নীতিমালা ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক । এই নিতিমালায় বলা হয় ক্রেডিট কার্ডে সুদের হার ভোক্তার ঋণ থেকে সর্বোচ্চ ৫ শতাংশ বেশি হতে পারবে। কিন্তু ২৪ ঘন্টা সেবার কথা বলে সুদ হার কমাতে রাজি নয় ব্যাংকগুলো।
এ সম্পর্কে সিটি ব্যাংকের কার্ড ডিভিশনের হেড অব মার্চেন্ট বিজনেস আরিফুর রহমান বলেন,‘এটিএম থেকে টাকা তুললে তখন এক ধরনের সুদের নিয়ম। আবার শপিং করার সময এক ধরনের সুদের পদ্ধতি রাখা হয়েছে। ব্যাংকের এই ধরনের ফান্ডের ব্যবস্থা করতে হয়। তাছাড়া এই খরচের ফান্ড কে দিবে। এই কারনে সুদের ব্যপার গুলোর কারনেই সুদের পার্থক্য থাকে। সুদ কমালেই যে সব কিছু ভালো হবে এটা আমরা বিশ্বাস করি না।’
এদিকে নিতিমালায় ক্রেডিট কার্ড ব্যবহারে কোন ধরনের পুরষ্কার , বোনাস,কুপন বা টিকেট দেয়ার কথা না থাকলেও ঈদ কে ঘিরে নিত্য নতুন প্রস্তাব দিচ্ছে ব্যাংকগুলো। এই সম্পর্কে ব্রাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন্স জারা জেবিন মাহবুব বলেন ,‘লাইফ স্টাইল ব্যান্ড যেগুলো আছে তাদের সাথে আমাদের একটা শেয়ার আছে প্রায় সাত’শটিরও বেশি আউটলেটে। এর ফলে বাই ওয়ান গেট ওয়ান নামে আমরা সুবিধা দিচ্ছি। তাছাড়া ৮০টি রেস্টুরেন্টে আমরা ২০ শতাংশ পর্যন্ত ছাড় আছে।’
বিভিন্ন ব্যাংকে ক্রেডিট কার্ডের সুদ হারে কোন সামঞ্জস্য নেই । তাই ভারসম্য নিয়ে আসতে সুদের হার কমিয়ে নির্ধারিত অংক বেধে দেয়ার পক্ষে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর।
এই সম্পর্কে বাংলাদেরেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ বলেন,‘ক্রেডিটটের সুদের বিষয়টা গুরুত্বপূর্ণ। এটাকে যদি সরকার জনপ্রিয় করতে চায় তাহলে নিরাপত্তার বিষটি মাথায় রাখতে হবে। এবং সুদের হারটাও বিবেচনা করা দরকার।’
এদিকে গেলো ২৯ই মে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে নিতিমালা পূনবিবেচনার জন্য আহ্ববান জানিয়েছে ব্যাংক নির্বাহীদের সংগঠন।
২০/০৬/২০১৭/ Choiry.