বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বাংলাদেশী শাকুরকে বৃটেনের হাতে তুলে দেবে ভারত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশী নাগরিক মোহাম্মদ আবদুল শাকুরকে বৃটেনের হাতে তুলে দেবে ভারত। সেখানে ১০ বছর আগে তিনি তার স্ত্রী ও সন্তানদের হত্যা করেছেন এমন অভিযোগ রয়েছে। ২০১৩ সালে তাকে বৃটেনের হাতে তুলে দেয়ার সুপারিশ করেছিল নয়া দিল্লির একটি আদালত। কিন্তু ভারতে তার বিরুদ্ধে মামলা থাকায় শাকুরকে রাখা হয় ভারতেই। এখন তার বিরুদ্ধে করা ভারতের ওই মামলাটি প্রত্যাহার করতে সম্মত হয়েছে ভারত। এরপরই তাকে বৃটেনের হাতে তুলে দেয়া হবে। আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে এ কাজ সম্পন্ন হতে পারে। এ খবর দিয়েছে অনলাইন দ্য হিন্দু’র বিজনেস লাইন। এতে বলা হয়েছে ভারত ও বৃটেনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির আরেকটি সিগন্যাল এ ঘটনা। তবে দেশের আভ্যান্তরীন বিষয়ে এটা একটি কণ্টকিত ইস্যু।

১৯ জুলাই ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি