বুধবার,৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


৬ লাখ অবৈধ বাংলাদেশিকে বৈধতা দিচ্ছে মালয়েশিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মালয়েশিয়ায় অবস্থানরত প্রায় ৬ লাখ অবৈধ বাংলাদেশী বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। দেশটির সরকার অানুষ্ঠানিকভাবে বাংলাদেশ দূতাবাসকে এ সিদ্ধান্ত জানিয়েছে। এদিকে বৈধতার সুযোগ কাজে লাগাতে দূতাবাসে হুমড়ি খেয়ে পড়ায় পরিস্থিতি সামল দিতে হিমশিম খাচ্ছে দূতাবাস। এমন পরিস্থিতিতে কেউ কেউ আবার দূতাবাসের বিরুদ্ধে হয়রানিরও অভিযোগ তুলেছেন।

অবৈধ অবস্থানের দায়ে গত কয়েক সপ্তাহের অভিযানে মলয়েশিয়া সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে হাজারেরও বেশি বাংলাদেশী। সরকারি ঘোষণা অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত রি-হায়ারিং কর্মসূচীর আওতায় বৈধ হওয়ার সুযোগ থাকা সত্ত্বেও মালয়েশিয়া সরকার ধড়পাকড় চালায়।

এ নিয়ে গত সোমবার দেশটির ইমিগ্রেশন বিভাগের সঙ্গে বৈঠক করেন স্থানীয় বাংলদেশ দূতাবাসের কর্মকর্তারা। বৈঠকের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম। তিনি জানিয়েছে, মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানরত প্রায় ৬ লাখ বাংলাদেশিকে বৈধতার সুযোগ দেয়া হচ্ছে।

এমন ঘোষণা আসার পর থেকে পাসপোর্ট সংগ্রহ ছাড়াও নানা ধরণের সেবা নিতে স্থানীয় দূতাবাসে হুমড়ি খেয়ে পড়ছে বাংলাদেশিরা। গত এক সপ্তাহে প্রায় ৩২ হাজার অভিবাসীকে কনস্যুলার সেবা দিয়েছে দূতাবাস। এ পর্যন্ত প্রায় ১ লাখ বাংলাদেশিকে ই-কার্ড পেয়েছেন, যা মোট আবেদনের ৫৭ ভাগ। অন্যদিকে রি-হায়ারিং প্রক্রিয়ায় আসতে পেরেছে তিন লাখ বাংলাদেশি, যা মোট আবেদনের ৮৯ ভাগ।

দূতাবাসের হিসাব বলছে, দেশটিতে অবস্থানরত প্রায় ৬ লাখ অবৈধ বাংলাদেশির বড় অংশই এরইমধ্যে বৈধ হওয়ার সুযোগ নিয়েছে।

হাইকমিশনার মো. শহিদুল ইসলাম বলেছেন, আইনের আওতায় দূতাবাসের কাছ থেকে অভিবাসীদের যেসব সহযোগিতা প্রয়োজন, তা সম্পূর্ণভাবে দেয়া হবে। তবে অনেকেই দূতাবাস থেকে সেবা না পাওয়ারও অভিযোগ তুলছে।

মালয়েশিয়ায় শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ১২ লাখ বাংলাদেশী কাজ করছে।

১৯/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি