শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ঝিনাইদহে তিন শতাধিক শিক্ষকের বেতন-বোনাস অনিশ্চিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ঝিনাইদহ সদর উপজেলায় সদ্য সরকারিকরণ প্রাথমিক বিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষকের উৎসব ভাতা পাওয়া অনিশ্চিত। এ ছাড়া ঈদুল আজহার আগে জুলাই মাসের বেতনও পাবেন কিনা তাও অনিশ্চিত। এ অবস্থার জন্য সদর উপজেলা শিক্ষা অফিসারের গাফলতিকে দায়ী করা হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, সরকারি কর্মচারীদের তিন বছর পর পর মূল বেতনের সমপরিমাণ টাকা শ্রান্তি বিনোদন ভাতা হিসেবে দেয়া হয়। ২০১৩ সালে সরকারিকরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ২০১৬ সালে এ ভাতা দেয়ার কথা। সে বছর তারা তা পাননি। ২০১৭ সালে তাদের এ ভাতা পাওয়ার কথা ছিল। গত রমজানের ঈদে জেলার অন্যান্য উপজেলার শিক্ষকরা এ ভাতা পেলেও সদর উপজেলার ৩ শতাধিক শিক্ষক বঞ্চিত হয়েছেন।

শিক্ষকরা অভিযোগ করে বলেন, সদর উপজেলা শিক্ষা অফিসারের উদাসিনতা ও গাফলতির কারণে আমরা এ ভাতা থেকে বঞ্চিত হচ্ছি। শিক্ষকদের অভিযোগ, ভাতা প্রদানের জন্য যে চাহিদাপত্র শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদফতরে প্রেরণ করতে হয় তিনি (শিক্ষা অফিসার) তা করেননি। তাছাড়া জুলাই-২০১৭ মাসের নিয়মিত মাসিক বেতনও তার গাফলতির কারণে আমরা এখনও পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানান, সামনে ঈদ, কোরবানি দেয়া তো হবেই না। ছেলে-মেয়েকে নিয়ে না খেয়ে থাকতে হবে। এ ছাড়া অনেকের ব্যাংকসহ বিভিন্ন জায়গায় ঋণ রয়েছে। টাকা দিতে না পারলে সেখানেও সুদ গুণতে হবে।

সদর উপজেলা শিক্ষা অফিসার মুসতাক আহমেদ জানান, টাকা স্বল্পতার কারণে কিছু শিক্ষক শ্রান্তি বিনোদন ভাতা পাননি। টাকা বরাদ্দের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে। আশা করা যায়, ঈদের আগেই শিক্ষদের দেয়া সম্ভব হবে।

এ ছাড়া জুলাই ও আগস্ট মাসের বেতনও ঈদের আগে দেয়া হবে বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/২৩আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি