শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আরো সাড়ে ৩ হাজার রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয়


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন অঞ্চলে নতুন করে সার্জিক্যাল অপারেশন শুরু করায় আরো অন্তত সাড়ে ৩ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। আল-জাজিরা

বাংলাদেশের রোহিঙ্গা সম্প্রদায়ের নেতারা এএফপিকে বুধবার জানায়, গত কয়েক সপ্তাহে অন্তত সাড়ে ৩ হাজার রোহিঙ্গা মুসলমান নতুন করে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে। এরফলে ইতিমধ্যে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরের ওপর নতুন করে চাপ সৃষ্টি হচ্ছে। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী ও কোস্টগার্ড ৩১ জন রোহিঙ্গা মুসলমানকে মিয়ানমারে পুশব্যাক করেছে। তাদের মধ্যে শিশু ছিল।

রোহিঙ্গারা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশের বালুখালি ক্যাম্পেপ্রথম আসে এবং সেখানেই আশ্রয় নিয়েছে সাড়ে ৩ হাজার রোহিঙ্গা এসে আশ্রয় নিয়েছে বলে জানান রোহিঙ্গা সম্প্রদায়ের নেতা আব্দুল খালেক। আরেক বয়স্ক রোহিঙ্গা কামাল হোসেইন জানান, গত ১১ দিনে ৭’শ রোহিঙ্গা পরিবার বাংলাদেশে প্রবেশ করেছে। ক্যাম্পে স্থান সংকুলান না হওয়ায় তারা খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে।

গত ১২ আগস্ট মিয়ানমার কর্তৃপক্ষ কয়েক’শ সেনা সমাবেশ ঘটানোর পর রাখাইন অঞ্চলে সার্জিক্যাল অপারেশন শুরু করে। এধরনের অভিযানের সমালোচনা করে জাতিসংঘের স্পেশাল র‌্যাপোটিয়ার ইয়াংঘি লি বিষয়টি উদ্বেগজনক বলে মন্তব্য করেন। মিয়ানমারের উত্তরাঞ্চলের রাখাইনে গত অক্টোবর থেকে সহিংসতা শুরু হয়। সেখানে এক পুলিশ স্টেশনে হামলার পর ৯ পুলিশ সদস্য মারা যায়। দ্বীন মোহাম্মদ নামে আরেক রোহিঙ্গা যিনি রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে গত ১৩ আগস্ট এসে আশ্রয় নিয়েছেন, তিনি জানান, মিয়ানমারের সেনাবাহিনীর অনুমতি ছাড়া তারা ঘর থেকে বের হতে পর্যন্ত পারছেন না। ৪৫ বছরের এই কৃষক জানান, মিয়ানমার সেনাবাহিনী তার ২৩ বছর ছেলেকে হত্যা করার পর বাধ্য হয়ে তারা বাংলাদেশে পালিয়ে এসেছেন।
রোহিঙ্গা মুসলমানরা দাবি করছেন, গত অক্টোবরের পর মিয়ানমার সেনাবাহিনীর অভিযানে অন্তত ৪’শ রোহিঙ্গাকে মেরে ফেলেছে। জাতিসংঘ বলছে, দীর্ঘদিন ধরে সেনারা রোহিঙ্গা নারীদের দলবদ্ধভাবে ধর্ষণ, শিশুদের হত্যা, অকথ্য নির্যাতন অব্যাহত রেখেছে। এ ধরনের নির্যাতন সইতে না পেরে বাংলাদেশে পালিয়ে ৪ লক্ষাধিক রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সাগর পথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড সহ অন্যান্য দেশে আরো ৬ লক্ষাধিক রোহিঙ্গা পালিয়ে গেছে।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি