শনিবার,১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বিত্তশালীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


বিত্তশালীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

সমাজের বিত্তশালীদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রীর শেখ হাসিনা। তিনি বলেন, সরকার বন্যায় আক্রান্তদের সহায়তা করে যাচ্ছে কিন্তু বিত্তশালীদেরও এগিয়ে আসা উচিত।

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদানের চেক গ্রহণ অনুষ্ঠানে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, বিভিন্ন জায়গা থেকে পানি নেমে যাচ্ছে, সেখানকার মানুষের জন্য ঘরবাড়ি নির্মাণ, ফসল উৎপাদনের জন্য বীজ দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার।

এর আগে সিলেটের আতিয়া মহলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত কর্মকর্তাদের স্বজনদের আর্থিক সহায়তায় চেক প্রদান করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বন্যার্তদের আবার পুনর্বাসন করা এবং পানিটা নামার সাথে সাথে তারা যেন চাষাবাদ করতে পারে সে ব্যবস্থা করাসহ সব রকম উদ্যোগ আমরা নিয়েছি। আমরা পর্যাপ্ত ত্রাণ আমরা পাঠাচ্ছি। যারা বিত্তশালী আছে তারা এই দূর্গতদের পাশে দাঁড়াবে এটা আমি আশা করি।

পূর্বাশানিউজ/২৪আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি