শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


অা.লীগ-বিএনপির অনেকেই ছোট দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অাওয়ামী লীগ ও বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীদের সংখ্যা অতীতের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে মনে করছেন রাজনৈতিক মহল। প্রতিটি অাসনেই দুই দলের ৫ থেকে ১০ জন নেতা গণসংযোগ চালাচ্ছেন। নিজ নিজ দলের নেতার বিরুদ্ধে পাল্টাপাল্টি বক্তব্য রাখছেন কেউ কেউ। তিনশ অাসনে একক প্রার্থী চূড়ান্ত করা, মনোনয়নবঞ্চিত নেতাদের সামাল দেওয়া, কোন্দল অার গ্রুপিং মিটিয়ে দল মনোনীত প্রার্থীর পক্ষ্যে নেতাকর্মীদের মাঠে নামানোটা অাওয়ামী লীগ ও বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষ্যেই নির্বাচনী লড়াইয়ে ঝাপিয়ে পড়বেন- অাওয়ামী লীগ ও বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা মূখে এমন কথা বললেও বাস্তবে তা কতটুকু প্রতিফলন হবে তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে।
সর্বশেষ দশম নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। মোট তিনশ অাসনের মধ্যে ১৫৩টিতে বিনাভোটে নির্বাচিত হয়েছিলেন অাওয়ামী লীগসহ তাদের জোট শরিকরা। বাকি অাসনগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু এসব অাসনে দলীয় একক প্রার্থী ছিল না অাওয়ামী লীগের। দলীয় মনোনয়ন না পেয়ে অাওয়ামী লীগের বিদ্রোহী নেতারা প্রায় শতাধিক অাসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। ১৭টি অাসনে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। প্রায় ৫০ টি অাসনে হাড্ডাহাড্ডি লড়াই করে স্বতন্ত্ররা। নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরা কিছুদিন অাগে অাওয়ামী লীগে যোগ দিয়েছেন। গঠনতন্ত্র মোতাবেক দল মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হওয়া বা বিপক্ষ্যে কাজ করলে অাওয়ামী লীগ থেকে যে কোনো বহিস্কার হয়ে যাবেন। অথচ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হওয়া নেতাদের বহিস্কার করেনি অাওয়ামী লীগ। বরং যারা স্বতন্ত্র ভাবে নির্বাচন করে যারা জয়ী হয়েছেন তাদেরকে দলে যোগদান করিয়েছে অাওয়ামী লীগ। ফলে অাগামী নির্বাচনে অাওয়ামী লীগে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বাড়বে এমনটি মনে করা হচ্ছে।
অাওয়ামী লীগ বিদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া এবং ১৭ জন স্বতন্ত্র প্রার্থীর জয়ী হওয়ার ঘটনাটি বিএনপিতেও এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত ভোটারদের স্বাক্ষরের মাধ্যমে সমর্থন অাদায়ের বিধান রয়েছে। স্বাক্ষর গ্রহণ কাজটি খুবই ঝামেলার। কোনো ভোটারের স্বাক্ষর ভূয়া প্রমাণিত হলে প্রার্থীতা বাতিল হয়ে যায়। ফলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার চেয়ে নিবন্ধনকৃত কোনো রাজনৈতিক দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে চান অনেকেই। জানাগেছে, দলীয় মনোনয়নবঞ্চিত হলে অন্য দলের প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে অাওয়ামী লীগ ও বিএনপির অনেক নেতা গোপনে যোগাযোগ শুরু করেছেন। ছোট দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে তারা অালোচনা করছেন।
দশম সংসদ নির্বাচনে অাওয়ামী যুবলীগের কেন্দ্রীয় এক নেতা সংগঠনেরর দপ্তরে পদত্যাগপত্র জমা দিয়ে জাতীয় পার্টির মনোনয়ন লাভ করেন। বিনাভোটে জয়ী হয়েছেন তিনি। সুনামগঞ্জ জেলার একটি অাসনের জাতীয় পার্টির বর্তমান এমপি   তিনি। পঞ্চগড় -১ অাসনে জয়ী হয়েছেন জাসদের মশাল প্রতীক নিয়ে নাজমূল হক প্রধান। অানুষ্ঠানিকভাবে তিনি অাওয়ামী লীগে যোগ না দিলেও শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে তাকে প্রায় দেখা যেত। দশম সংসদ নির্বাচনে পঞ্চগড় -১ অাসনটি জাতীয় পার্টিকে ছাড় দেয় অাওয়ামী লীগ। নবম ও দশম সংসদ নির্বাচনে জোট মনোনীত জাসদ নেতারা নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন। অথচ গত নির্বাচনে মশাল নিয়ে নির্বাচন করে জয়ী হন সাবেক ছাত্রনেতা নাজমূল হক প্রধান।
গত নির্বাচনের ঘটনাবলী সেই সঙ্গে বিদ্রোহীদের বিরুদ্ধে অাওয়ামী লীগ কোনো ব্যবস্থা না নেওয়ায় অাগামী নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি দেখা যাবে দুই বড় দলেই।
অাওয়ামী লীগের দূর্গ হিসাবে পরিচিত ফরিদপুর-৪ অাসনে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া স্বতন্ত্র এমপিদের অাসনগুলো হলো, গাইবান্ধা-৪, নওগাঁ-৩, মেহেরপুর-২, কুষ্টিয়া-১, ঝিনাইদহ-২, যশোর -৫, পিরোজপুর-৩, ঢাকা -৭, নরসিংদী-২ ও ৩, মৌলভীবাজার -২, কুমিল্লা-৩ ও ৪, ফেনী-৩, পার্বত্য রাঙ্গামাটি।
পূর্বাশানিউজ/২৫ আগষ্ট ২০১৭/রুমকী


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি