শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আ.লীগে চমকের সম্ভাবনা, বিএনপিতে এগিয়ে খোকন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নরসিংদী জেলার সব কয়টা নির্বাচনী এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পদচারণা শুরু হয়েছে। তবে বিরোধী দলগুলোর চেয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে সব মনোনয়ন নিয়ে চলছে নীরব মতবিরোধ।

নরসিংদী-১ সদর আসনে এই মুহূর্তে স্থানীয় অধিকাংশ শীর্ষ নেতা চান আগামী নির্বাচনে মনোনয়ন পান জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীক। কিন্তু সমানতালে গণসংযোগ করে চলেছেন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য দেশে ফেরা ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব খান ও পাশের পলাশ আসনের সাংসদ কামরুল আশরাফ খান পোটন।

ফলে নরসিংদী সদর আসনে আওয়ামী লীগের মনোনয়নে চমক থাকতে পারে বলে ধারণা তৈরি হচ্ছে নেতাকর্মীদের মধ্যে।

অন্যদিকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের এখন পর্যন্ত বেশি তৎপরতা দেখা যাচ্ছে সাবেক ছাত্রনেতা খায়রুল কবির খোকনকে নিয়ে।

বিরোধী দল বিএনপির কোণঠাসা অবস্থায় মাঠের রাজনীতিতে একাধিপত্য ক্ষমতসীন দল আওয়ামী লীগের মধ্যে। ফলে মতবিরোধ আর কোন্দলও বেশি চোখে পড়ছে এই দলে। কেউ কেউ বিরোধ নিয়ে প্রকাশ্যে মাঠে না নামলেও নাম প্রকাশ না করে সমালোচনা করছে সাংসদদের বিরুদ্ধে। চুঙ্গা ফুঁয়ে রাজনীতি করতে করতে জীবনের শেষ লগ্নে জেলা পর্যায়ে কোণঠাসা হয়ে থাকা নেতাদের মাঝে চাপা অসন্তোষ বেশি দেখা যাচ্ছে।

তৃণমূল নেতাকর্মীদের সূত্রে জানা যায়, নরসিংদী-১ (সদর) আসনে নতুন চমকের কথা ভেবে অনেকে এখনই সরাসরি কোনো প্রার্থীর পক্ষে মাঠে নামতে চাইছেন না।

নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। নরসিংদী-১(সদর) আসনের মনোনয়ন ব্যাপারে জানতে চাইলে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু  বলেন, সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূইয়া, শহর আওয়ামী লীগের সভাপতি পৌরমেয়র কামরুজ্জামান কামরুল এবং অন্যান্য নেতা-কর্মীর সমর্থন রয়েছে জেলা আওয়ামী লীগের সভাপতি পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু বীর প্রতীকের প্রতি। আমরা চাই নরসিংদীর সার্বিক উন্নয়নের জন্য তাকে আবার মনোনয়ন দেয়া হোক।

কিন্তু তার জোরারো প্রতিদ্বন্দ্বী হয়ে মাঠে নেমেছেন আমেরিকা আওয়ামী লীগের উপদেষ্টা ও ফ্লোরিডা আওয়ামী লীগের সাবেক সভাপতি (প্রতিষ্ঠাতা সভাপতি) সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ আইয়ুব খান। তাকে সদর আসনে ক্ষমতাসীন দলের চমক বলে কেউ কেউ উল্লেখ করেন। দলের কেউ কেউ আবার বলেন তিনি তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছেন। তারা নরসিংদীতে বিশেষ করে সদর আসনে পরিবর্তনের ব্যাপারে আশাবাদী।

এই অংশটির ভাষ্য, ‘বিগত একটি নির্বাচনে আমরা তাকে নিয়ে এর স্বাক্ষর রেখেছি। ইতোমধ্যে মোহাম্মদ আইয়ুব খান নির্বাচনী তৎপরতা শুরু করেছেন।’

দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মোহাম্মদ আইয়ুব খান  বলেন, ২৮ বছর  আমেরিকায় থেকে দলের পক্ষে দেশের বাইরেও দলের ভাবমূর্তি সমুন্নত রাখতে কাজ করেছি। এলাকার জন্য কিছু করতে চাই বলেই দেশে ফিরেছি। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নরসিংদী সদর আসনে পলাশের বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনও আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বলে শোনা যাচ্ছে।

সদর আসন থেকে বিএনপির দলীয় মনোনয়নের ক্ষেত্রে খুব একটা চমক থাকার সম্ভাবনা নেই। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে আছেন ডাকসুর সাবেক জিএস ও বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন। এ ছাড়া  জেলা কমিটির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহী মনোনয়ন চাইতে পারেন বলে দল সূত্রে জানা গেছে।

এই আসনে অন্যান্য রাজনৈতিক দলের তেমন তৎপরতা লক্ষ করা যাচ্ছে না। নির্বাচনী লড়াই করার মতো প্রার্থীও দলগুলোর মধ্যে নেই আপাতদৃষ্টিতে মনে হচ্ছে।

পূর্বাশানিউজ/২৫ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি