সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ‘নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না’ আওয়ামী নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি


‘নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না’ আওয়ামী নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭


পূর্বাশা ডেস্ক:
মাইকেল : দলে কোন্দল সৃষ্টিকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘একজনের বিরুদ্ধে অন্যজনের নেতিবাচক আচরণ শুনতে চাই না। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না। একজন আরেকজনের পেছনে লাগবেন না।’

জরিপের ভিত্তিতে জনপ্রিয় ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হবে উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘ছয় মাস পরপর জরিপ করছি। স্বচ্ছ, জনপ্রিয় গ্রহণযোগ্য ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, তার জন্য সবাইকে কাজ করতে হবে।’

বুধবার (২২ নভেম্বর) সংসদ ভবনে সরকার দলীয় সভা কক্ষে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

শেখ হাসিনার সভাপতিত্বে রাত পৌনে আটটা থেকে দেড় ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত এই বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুহপ আতিউর রহমান আতিক, শামীম ওসমান, আব্দুর রহমান বদি, অনুপম শাহজাহান জয়সহ বেশ কয়েকজন সংসদ সদস্য বক্তব্য রাখেন।

সূত্র জানায়, বৈঠকে একজন সংসদ সদস্য বলেন, ‘সরকার ও শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এক–এগারোর ষড়যন্ত্র হচ্ছে। এমন হলে আমাদের পালিয়ে থাকতে হবে।’

জবাবে শেখ হসিনা বলেন, ‘বনের বাঘ খায় না মনের বাঘ। তাই সবকিছুতে মনের জোর থাকতে হবে। সবাইকে আত্মবিশ্বাসী হতে হবে। এমন কাজ করবা না, যাতে দেশ ছেড়ে পালাতে হয়। যারা ভালো কাজ করবে, তারা পালাবে কেন?’

প্রধানমন্ত্রী বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলা করেই এই পর্যায়ে এসেছি। ষড়যন্ত্র হবে, তা মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে।’

‘নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করবেন না’

দলের সবাইকে ভোটারের দ্বারে দ্বারে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধামন্ত্রী বলেন, ‘বিএনপি জামায়াত যে জ্বালাও–পোড়াও করেছে, তারা ভোট পাবে না। সরকারের উন্নয়ন তুলে ধরতে হবে। সবাইকে ইতিবাচক থাকতে হবে। সরকার যে উন্নয়ন করেছে, তাতে জনগণ ভোট না দেওয়ার কোনও কারণ নেই।’

নেতাদের উদ্দেশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের কাছে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে হবে। জনগণকে বুঝাতে হবে।’

সূত্র জানায়, বৈঠকে সিনিয়র নেতা তোফায়েল আহমেদ বলেন, ‘নেতিবাচক কথা প্রচার করা যাবে না। সবাইকে ইতিবাচক থাকতে হবে। সরকারের উন্নয়ন প্রচার করতে হবে।’

সূত্র জানায়, হুইপ আতিউর রহমান আতিকসহ অনেক এমপি অভিযোগ করেন- বিভিন্ন সংসদীয় এলাকায় একাধিক প্রার্থী মাঠে প্রচার চালাচ্ছেন। এ জন্য দলে ঐক্য নষ্ট হচ্ছে।

জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘এলাকায় গিয়ে কাজ করা তো ভালো কথা। যে কাজ করতে চায় করবে। তবে একজন অন্যজনের বিরুদ্ধে কথা বলবে কেন। আমি কারও মুখ দেখে মনোনয়ন দেবো না। যারা এমপি আছে- তারাই যে মনোনয়ন পাবে, এমন না। মনোনয়নের ব্যাপারে আমার নিজস্ব ব্যারোমিটার আছে। ছয় মাস পর পর সমীক্ষা করা হচ্ছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘একাধিক প্রার্থী থাকতেই পারে। প্রতিযোগিতাও থাকবে। তবে এটা নিয়ে কাদা ছুড়াছুড়ি করা যাবে না। যার আত্মবিশ্বাস আছে, সে কাজ করবে।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অনুপম শাহজাহান জয় বলেন, ‘আপনার দেওয়া মনোনয়নে আমি এমপি হয়েছি। এলাকায় রাতদিন কাজ করি। জনগণের পাশে দাঁড়াই। কিন্তু এলাকার সিনিয়র নেতারা যেন আমাকে গ্রহণ করতেই চান না।’

23/11/2017 / Choity.

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি