সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


রোহিঙ্গা ফেরাতে সমঝোতা চুক্তি হতে পারে আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.১১.২০১৭

ডেস্ক রিপোর্ট :

রোহিঙ্গা ইস্যুতে প্রবল আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দু’দিনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। দেশটির রাজধানী নেপিদোতে বৈঠকের প্রথম দিনে গতকাল বুধবার কয়েক দফায় এ ইস্যুতে দীর্ঘ আলোচনা হয়। আজ বৃহস্পতিবার দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে শেষ দফায় বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। এরপর দু’দেশের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর কথায় আশা আরও জোরালো হয়েছে। প্রথম দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি গতকাল সন্ধ্যায় বলেন, ‘আশা করছি কাল চুক্তি হবে।’ কয়েকটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গতকাল দু’দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে চুক্তি সইয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এর আওতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করে রোহিঙ্গা সংকট সমাধানের চেষ্টা করা হবে।

খবরে বলা হয়, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে একটি চুক্তির খসড়া নিয়ে গতকাল দিনভর আলোচনা হয়। মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শফিউর রহমান বলেন, সকালে পররাষ্ট্র সচিব এবং পরে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়। চুক্তিতে কী কী থাকতে পারে জানতে চাইলে তিনি বলেন, তা এখন বলা যাবে না।

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক বিপর্যয়ের উৎস দেশ মিয়ানমারে অনুষ্ঠিত বহুল প্রত্যাশিত এই বৈঠকের দিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। সবাই জানার চেষ্টা করছে আলোচনার বিষয়বস্তু ও ফলাফল। কারণ, তারা বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুততম সময়ের মধ্যে নিরাপদে ও মর্যাদার সঙ্গে প্রত্যাবর্তন দেখতে চায়। নেপিদোতে অনুষ্ঠিত এশিয়া ও ইউরোপের ৫১ দেশের পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিনিধিদের অংশগ্রহণে আসেম সম্মেলনের সাইডলাইনেও বিষয়টি নিয়ে জোরালো আলোচনা হয়। ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে রাখাইনে সহিংসতা বন্ধ করে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত ফিরিয়ে নেওয়ার তাগিদ দেন। এরপরই এ ইস্যুতে ‘নীরব’ থাকা সু চি সংবাদ সম্মেলনে বলেন, বাংলাদেশের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে চলতি সপ্তাহেই রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে সমঝোতায় পৌঁছা যাবে। দু’দেশের বৈঠকের ফল হিসেবে শিগগির একটি এমওইউ সই করা যাবে।

আগস্টের শেষ দিকে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সোয়া ছয় লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘ এই অভিযানকে ‘জাতিগত নির্মূল অভিযান’ হিসেবে চিহ্নিত করেছে। গতকাল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনও এক বিবৃতিতে রোহিঙ্গা পরিস্থিতিকে ‘জাতিগত নিধনযজ্ঞ’ বলে আখ্যায়িত করেন।

খবরে বলা হয়, গতকাল সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হয়। দু’দেশের শীর্ষ কর্মকর্তাদের এই বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে সমঝোতা স্মারকের শর্তগুলো নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. শফিউর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা। মধ্যাহ্নভোজের পর পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও মিয়ানমারের স্টেট কাউন্সেলর দপ্তরের মন্ত্রী কেয়াউও তিন্ট শয়ের মধ্যে আলোচনা হয়। দীর্ঘ বৈঠকে তারা রোহিঙ্গাসহ দু’দেশের স্বার্থসংশ্নিষ্ট বিভিন্ন ইস্যুতে কথা বলেন। পরে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে দু’দেশের মন্ত্রী পর্যায়ের আরও একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া মসৃণ করতে বিভিন্ন ধারা, শর্ত নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর হোটেলের লবিতে পররাষ্ট্রমন্ত্রী চুক্তির বিষয়ে তার আশার কথা শোনান। সকালে তিনি জানিয়েছিলেন, বৈঠকের ফলাফল সম্পর্কে তিনি আশাবাদী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সু চির বৈঠকটি হবে মিয়ানমারের প্রশাসনিক রাজধানীতে।

উচ্চ পর্যায়ের এক কর্মকর্তাও জানান, সবকিছু ভালো মতো হলে আজ দু’পক্ষ একটি সমঝোতা স্মারক সই করতে পারে। এ ক্ষেত্রে দু’পক্ষই বিভিন্ন বিষয়ে ব্যবধান কমিয়ে আনার চেষ্টা করবে। রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্পন্ন হওয়ার একটি সময়সীমা চাইতে পারে বাংলাদেশ।

খবরে আরও বলা হয়, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্পৃক্ততা প্রত্যাশা করে বাংলাদেশ। এর মধ্যে রয়েছে রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়ার বিষয়টিও। এতে জাতিসংঘকে চায় বাংলাদেশ। তবে বিষয়টি মিয়ানমার মেনে নেবে কি-না তা স্পষ্ট নয়।

পূর্বাশানিউজ/২৩ নভেম্বর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি