রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


এখন ফেরত যেতেও শর্ত দিচ্ছে রোহিঙ্গারা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা হলেও ফেরত যাবার ব্যাপারে আস্থার সংকটে রয়েছে রোহিঙ্গারা। স্থানীয় ও পর্যবেক্ষকের মতে, রোহিঙ্গাদের আস্থাহীনতার পেছনে অতীতের বিশ্বাস ভঙ্গের পেছনে যেমন রয়েছে দেশি-বিদেশি কিছু এঞ্জিও ঋণদাতা। তাদরে প্ররোচনায় দেশে ফেরা নিয়ে রোহিঙ্গাদের রয়েছে নানা দাবি-দাওয়া। সূত্র- চ্যানেল টোয়েন্টিফোর

নতুন পুরনো মিলে কক্সবাজারের রোহিঙ্গাদের সংখ্যা ১১ লাখের বেশি। সেপ্টেম্বরে ব্যাপকহারে আসার পর এটি এখন আন্তর্জাতিক মহলের আলোচিত ইস্যু। নিজ দেশে রোহিঙ্গাদের ফেরানোর বিষয়ে মিয়ানমারের সাথে সম্প্রতি একটি সমঝোতা সই হয়েছে বাংলাদেশের। তবে এই প্রক্রিয়ায় কেউ কেউ স্বদেশে যেতে চাইলেও অনেকেই বলছেন ভিন্ন কথা। রোহিঙ্গারা নিজেদের দেশে ফেরা নিয়ে নানা দাবি জানাচ্ছে। রোহিঙ্গারা বলছে, আমাদের রোহিঙ্গা হিসেবে মেনে নিলে তবেই দেশে ফিরে যাব। আবার কেউ কেউ বলছে, মিয়ামারে আমাদের সম্পদের ক্ষতি হয়েছে। সেই লোকসান পুষিয়ে দিলে তবেই যাব।

অনেক দিন ধরেই অভিযোগ, সহায়তার আড়ালে কিছু বেসরকারি সংস্থা কাছে টানছে রোহিঙ্গাদের। তাদের নিজ দেশে ফিরে না যাবার ব্যাপারে উৎসাহ যোগাচ্ছে সংস্থাগুলো। তাই রোহিঙ্গাদের দাবির পেছনেও এঞ্জিওর হাত রয়েছে বলে দাবি করেন স্থানীয় পর্যবেক্ষকরা।

কক্সবাজার পিপলস ফোরামের সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বলেন, রোহিঙ্গাদের ফেরত নেবার ব্যাপারে চুক্তি সই হবার পর থেকেই এঞ্জিও সংস্থাগুলোর তৎপরতা আবারও বৃদ্ধি পেয়েছে। রোহিঙ্গারা যেন মিয়ানমারে ফিরে না যায় এবং বিভিন্ন ধরণের উস্কানিমূলক কথা-বার্তা দিয়ে তাদের প্রলুদ্ধ করার চেষ্টা চলেছে বলছে বলে তিনি জানান।

কক্সবাজার নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক এইচএম নজরুল বলেন, এঞ্জিওগুলো যেহেতু রোহিঙ্গাদেরতে উস্কানিমূলকভাবে কথা-বার্তা বলছে, সে দিকে নজর রাখতে হবে সরকারকে। প্রচারণা রাখতে হবে বাংলাদেশে রোহিঙ্গারা যে সুযোগ-সুবিধা পাচ্ছে তারা মিয়ানমারে গিয়েও সেই একই ধরণের সুবিধা পাবে।

রোহিঙ্গা প্রত্যাবাসন সংগ্রাম পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহামুদুল হক চৌধুরী বলেন, এঞ্জিওগুলো নানা রকমে পায়তারা করছে। সে ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে সজাগ থাকতে হবে। এঞ্জিওগুলো তাদের কর্মকান্ড দিয়ে কিভাবে রোহিঙ্গাদের প্রতারিত করছে এই বিষয়গুলো তাদের হাত থেকে সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে বলে তিনি মত প্রকাশ করেন।

নিজ দেশে ফেরার ব্যাপারে রোহিঙ্গাদের মনোভাব পরিবর্তনে এখন থেকে জোরালো মনোভাব তৈরি করা দরকার বলে মনে করেন পর্যবেক্ষকরা। এটা না করা হলে, সব কিছু ঠিক করার পরেও জটিলতার মুখে পরতে পারে প্রত্যাবাসন প্রক্রিয়া।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি