রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিদ্যুতের দাম বাড়ানোর কোনো যুক্তি নেই। এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) শুনানির বিরুদ্ধে আমরা যুক্তি উপস্থাপন করেছি। আমাদের বাসদ, সিপিবি সেখানে ধারণা দিয়েছি, যুক্তি দিয়েছি। সে যুক্তিতে বিইআরসি কোনো জবাব দিতে পারেনি। বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তারা যে যুক্তি দিয়েছে, এগুলো আমরা খ-ন করেছি। বরং যেখানে বলা হয়েছিল বিদ্যুতের দাম কমানোর, সেখানে বৃদ্ধি করা হয়েছে। ফলে বিদ্যুত বিতরণে কোম্পানিগুলোর কাছে যে টাকা জমা আছে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়া সেটাকে বাংলাদেশে সমন্বয় করা হয় নি।

আবার কুইক রেন্টালের নামে একটা গোষ্ঠীর হাতে টাকা তুলে দেওয়ার জন্য রীতি গৃহিত হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রেনোভেট করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যেত। বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি বন্ধ করে দাম কমানো যেত। মাথাওয়ারি প্রশাসনের অপব্যবহার বন্ধ করা যেত। বহুভাবে আমরা সেটা উপস্থাপন করেছি। বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি ও বিতরণ ব্যবস্থার যে বিশৃঙ্খলা সেখানে কিছু লোককে তাদের হাতে টাকা দেওয়ার বদলে জনগণের সেবার নীতি থেকে সরে আসা। সব কিছু উপস্থাপনের পরে প্রমাণিত হয়েছে বিদ্যুতের দাম কমানো যুক্তিসংগত। আমাদের যুক্তি উপস্থাপনের পরে বিইআরসি থেকে কোনো কথা বলেনি। এতো যুক্তি দেখানোর পরেও দাম না কমিয়ে উল্টো দাম বাড়ানো হয়েছে।

ফলে দেখা গেছে, একদল লোক চুরি, ডাকাতি করবে, বিদ্যুৎখাতে লুটপাট করবে, প্রশাসনিকভাবে ব্যয় বাড়াবে। আর এটার ফল ভোগ করবে জনগণ। ব্যক্তিখাতের নামে বা কুইক রেন্টালের নামে যারা বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করবে, সরকার তাদের থেকে বিদ্যুৎ কিনে। আর যে জায়গায় কমদামে বিদ্যুৎ উৎপাদন হয়, সরকার সেখানে কম দামে কিনে। ফলে লুটপাট, চুরি, দুর্নীতি, অপব্যহার হচ্ছে, সেটা সরকার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাই আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম, এবার যদি বিদ্যুতের দাম বাড়ানো হয়, সেটা আমাদের দেশের গোটা অর্থনীতিতে প্রভাব ফেলবে। বিদ্যুতের দাম শুধু বিদ্যুতের উপর থাকে না। এর সঙ্গে পরিবহনের ভাড়া, দ্রব্যমূল্য, শিল্পজাত পণ্য থেকে শুরু করে সব ধরনের পণ্যের উপর প্রভাব পড়বে।

সব কিছু মিলিয়ে বর্তমানে যে অস্থিরতা যেমন : চালের বাজার যেখানে স্বাভাবিক দাম হতে ৩০-৩৫ টাকা বেশি। অন্যান্য দ্রব্যমূল্যও স্বাভাবিক থেকে ঊর্ধ্বগতিতে আছে। সেখানে বিদ্যুতের দাম বৃদ্ধিতে যে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, দ্রব্যমূল্য গণপরিবহণের ভাড়া বৃদ্ধির চাপ আর বহন করা সম্ভব নয়। বিশেষ করে স্বল্প আয়ের মানুষের উপর এটার প্রভাব বেশি পড়বে। সেজন্য আমরা ৩০ নভেম্বর হরতাল ডেকেছি। আমরা আশা করি, এর আগেই সরকার এই বিদ্যুৎ বিলের দাম বৃদ্ধি প্রত্যাহার করবে। আর সরকার দাম বৃদ্ধি প্রত্যাহার না করলে, আমরা হরতালের মাধ্যমে সরকারকে বাধ্য করব। আর এই হরতাল সফল করার জন্য যেন সকল জনগণ এগিয়ে আসে, আমি সে আহ্বান জানাচ্ছি।

পূর্বাশানিউজ/২৬ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি