শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপিকে কোনো ভয় দেখিয়ে লাভ নাই, ‘বিএনপি মুক্তিযোদ্ধার দল’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল। দেশের শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে বিএনপি গঠিত হয়েছে। বিএনপিকে কোনো ভয় দেখিয়ে লাভ নাই। আজ দুপুরে শহরের মাওলানা ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, পুলিশি বা অন্য বাহিনীর ক্ষমতায়নে বিএনপি বিশ্বাসী নয়। বিএনপি জনগণের ক্ষমতায় বিশ্বাস করে। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় ২০১৪ সালের ৫ জানুয়ারির ভোটার বিহীন নির্বাচন। নির্বাচনে ১৫৩ জন বিনা প্রতিদ্বন্ধিতায় এবং আর মাত্র ৫ পারসেন্ট ভোটার সেদিন ভোট দিয়েছিল। আর এ কালো অধ্যায়ের মধ্য দিয়ে গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সংবিধান সংশোধন করে সুষ্ঠ, নিরপেক্ষ ও অবাধ নির্বাচনই হবে দেশ ও জাতির জন্য কল্যাণকর।

কর্মিসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি মজিবর রহমান লেবু, যুগ্ন সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, হারুন অর রশিদ খান হাসান। কর্মিসভায় জেলা, উপজেলা, পৌর  ও থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৫ জন করে প্রতিনিধিরা অংশ নেন।

পূর্বাশানিউজ/১৫ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি