শুক্রবার,১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


বিএনপির সঙ্গে কিসের সংলাপ? সংলাপের প্রশ্নই ওঠে না : নাসিম


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির সংলাপের দাবির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী ও ১৪-দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, তাদের সঙ্গে কিসের সংলাপ, সংলাপের প্রশ্নই ওঠে না।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এ নিয়ে কোনো চক্রান্ত হলে তা মোকাবিলার জন্য ১৪-দল প্রস্তুত আছে।

সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ১৪-দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সবকিছু স্পষ্ট করেছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই সরকারই নির্বাচনকালীন সরকার হবে। সংসদ ভাঙার যে দাবি বিএনপি করছে তাও সংবিধানবিরোধী বলেও উল্লেখ করেন আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর এই সদস্য।

সংবাদ সম্মেলনে নাসিম আরও জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ যাকেই মনোনয়ন দেবে ১৪ দল তাকেই সমর্থন দেবে।

পূর্বাশানিউজ/১৫ জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি