বৃহস্পতিবার,১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


কথাসাহিত্যিক শওকত আলী আর নেই


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০১.২০১৮

ডেস্ক রিপোর্ট :

কথাসাহিত্যিক শওকত আলী আর নেই। আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি……রাজিউন)

৯ জানুয়ারি থেকে তাকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল তাকে। ৯ জানুয়ারি থেকে ১৬ জানুয়ারি তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর তাকে নেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে।

শওকত আলী ১৯৩৬ সালের ১২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে রায়গঞ্জে জন্ম নেন। পরে দেশ ভাগের পরে চলে আসেন দিনাজপুরে।

তাঁর প্রথম গল্প প্রথম প্রকাশিত হয় কলকাতার বামপন্থীদের প্রকাশিত নতুন সাহিত্য পত্রিকায়। তিনি ছাত্র অবস্থায় করেছিলেন সাংবাদিকতা।

এছাড়া কাজ করেছিলেন মিল্লাদ, মাসিক সমকাল এবং সাপ্তাহিক মিঠে গড়ায়। তাঁর উপন্যাসগুলোর মধ্যে অন্যতম প্রদোষে প্রাকৃতজন। কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি পেয়েছেন একুশে পদক, বাংলা সাহিত্য পুরস্কারসহ আরও অনেক পুরস্কার।

পূর্বাশানিউজ/২৫জানুয়ারী ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি