রবিবার,২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


আজ বিএনপির নির্বাহী কমিটি সভার পরিচয়পত্র দেয়া শুরু


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার আমন্ত্রিত সদস‌্যদের পরিচয়পত্র দেয়া বৃহস্পতিবার থেকে শুরু করবে দলটি। শুক্রবারও এই পরিচয়পত্র নেয়া যাবে।

তবে আগামী ৩ জানুয়ারি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শন’ হলে এই সভা করার কথা থাকলেও তা কর্তৃপক্ষ বাতিল করে দিয়েছে। নতুন ভেন‌্যু ‘যথাসময়ে’ জানিয়ে দেয়া হবে।

বুধবার রাতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ‌্য জানিয়েছেন বিএনপিরজ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘৩ ফেব্রুয়ারি জাতীয় নির্বাহী কমিটির সভা আহবান করা হয়েছে। সভার সব প্রস্তুতি প্রক্রিয়া শেষ হয়েছে। দলের নির্বাহী কমিটির যে সদস্য আছেন দলের গঠনতন্ত্রের বিধানবলে তাদের নোটিশ পাঠিয়ে দিয়েছি। কাল বৃহস্পতিবার ও পরদিন শুক্রবার নির্বাহী কমিটির সভাতে অংশ নেয়ার জন্য যে পরিচয়পত্র তা আমরা সদস্যদের মাঝে বিতরণ করবো।’

নির্বাহী কমিটির এই সভার স্থান নির্ধারণ হয়েছে কিনা প্রশ্ন করা হলে রিজভী বলেন, ‘আমরা এরই মধ্যে স্থান জানিয়ে দেবো। আমরা বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির ‘রাজদর্শন’ এর এই সভা অনুষ্ঠানের সকল প্রক্রিয়া শেষ করেছিলাম, টাকাও জমা দেয়া হয়েছিলো, বসুন্ধরা কর্তৃপক্ষ অনুমোদনও দিয়েছিলো।’
“কিন্তু তার পরে বাতিল করা হয়েছে। আপনারা বুঝতে পারছেন কোনো জায়গা থেকে তাদের কাছে ধমক গেছে। নিশ্চয় যে স্থানে আমরা করবো তা আপনাদেরকে যথা সময়ে জানিয়ে দেবো।”

রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘প্রতিদিনের মতো আজকেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে যাত্রাপথে রাস্তার উপস্থিত অভ্যর্থনাকারী প্রায় শতাধিত নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাদের লাঠিপেঠায় অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে।’

মহিলা দলের মহানগর দক্ষিনের সভানেত্রী রাজিয়া আলীম, ছাত্রদলের সহ গণযোগাযোগ বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শাহাদাৎ, যুবদল নেতা আবদুল জাব্বার, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ হানিফ, মামুন আহম্মেদ, মো. দুলাল, রাকিব আকন্দ, মহিলা দলের হোসনা, পারভিন, দিতি, লায়লা, জাকিয়া, ঢাকা মহানগর উত্তর বিএনপির মাহফুজুর রহমান, চকবাজার থানার ফরিদ উদ্দিন জুয়েল, ইব্রাহিম, মাহবুব খান, শোকন মিয়া, মিন্নাত আলী, উত্তরা থানার শাহ আলম,যাত্রাবাড়ি থানার আমিনুর রহমানসহ শতাধিক নেতা-কর্মীকে পুলিশ আটক করেছে বলে জানান রিজভী।

দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সুপু, ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফাওয়াজ হোসেন শুভ, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, কমিশনার মীর আশরাফ আলী আজমের বাসায় পুলিশি তল্লাশির ঘটনার নিন্দা জানান তিনি।

পূর্বাশানিউজ/০১ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি