সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


একটিতে প্রধান ও অপরটিতে ২ নম্বর আসামি রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

গত মঙ্গলবার (৩০ জানুয়ারি) হাইকোর্ট এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা করে দুই ছাত্র দলের কর্মীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় ওইদিন রাতে শাহবাগ থানায় দুইটি মামলা দায়ের করে পুলিশ। যার একটিতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি ও অপরটিতে দুই নম্বর আসামি করা হয়েছে।

৩০ জানুয়ারির ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দুইটি দায়ের করেছেন শাহবাগ থানার এসআই চম্পক চক্রবর্তী ও এসআই রহিতুল ইসলাম।

চম্পক চক্রবর্তীর দায়ের করা মামলায় পুলিশের কাজে বাধা, ইট-পাটকেল নিক্ষেপ, রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। যাতে আসামি করা হয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। গয়েশ্বর চন্দ্র রায়কে দুই নম্বর আসামি করা হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুসহ ৮৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে এই মামলায়।

রহিতুল ইসলামের দায়ের করা মামলায় বলা হয়েছে, মঙ্গলবার (৩০ জানুয়ারি) আসামিরা রাস্তায় যান চলাচল বন্ধ করে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। এছারা প্রিজন ভ্যানের দরজার তালা ভেঙে গ্রেফতারকৃত ওবায়দুল হক নাসিম ও করিম সরকারকে ছিনিয়ে নেয় । এ সময় তারা প্রিজন ভ্যানের গ্লাস ভেঙে চালককে আহত করে।

এ মামলায় গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান আসামি ও রুহুল কবির রিজভীকে দুই নম্বর আসামি করা হয়েছে। এছাড়া এ মামলায় ৮৫ জনের নামসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়েছে।

পূর্বাশানিউজ/০১ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি