সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


আগামী নির্বাচনে সেনা মোতায়েনের দাবি খালেদা জিয়ার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, আগামী নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করতেেই হবে। কোন ইভিএম চলবে না। দেশে সাধারন মানুষ গিয়ে ভোট দিতে চায়। একই সঙ্গে সংসদ ভেঙ্গে দিতে হবে। কারন, এই সংসদ বৈধ না।

খালেদা জিয়া বলেন, সেনা বহিনী নির্বাচনের মাঠে থাকবে। তারা ঘুরবে দেখবে, জনগণ ভোট দিতে পারে কি না। কোন সমস্যা হয় কি না। তারা সেই খানে থাকবে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গত আন্দোলনে কে কি করেছেন আমি সব ধরনের খবর রেখেছি এবং রাখছি।

তিনি বলেন, আমি জানি গত আন্দোলনে কে কোথায় আন্দোলন করেছে এবং কে কে বেইমানি করেছে। আমি বলতে চাই যারা আন্দোলনের মাঠে ছিল দল ক্থমতায় আসলে তাদের মূল্যায়ন করা হবে। তবে দলের মধ্যে এক পা বাহিরে এক পা রাখলে তাদের স্থান হবে না দলে।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি