রবিবার,১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


নৌকা এমন ডুবেছে যে ওয়াদা করাতে হচ্ছে: খালেদা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

ক্ষমতাসীন আওয়ামী লীগের আগাম নির্বাচনী প্রচারের বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার দাবি জনপ্রিয়তা নেই বলে আগাম প্রচারণায় নেমেছে ক্ষমতাসীন দল।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের নির্বাহী কমিটির সভায় উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন খালেদা জিয়া।

চলতি বছরের শেষ দিকে হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের তফসিল ঘোষণা না হলেও আওয়ামী লীগ প্রস্তুতি শুরু করেছে আগেভাগেই। গত মঙ্গলবার ভোটের প্রচার উদ্বোধন করতে সিলেট যান প্রধানমন্ত্রী। সেখানে হযরত শাহজালাল (র.), হযরত শাহ পরান (র.) এর মাজারসহ তিনটি মাজার জিয়ারত করার পর আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় যোগ দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করেন তিনি। ওই সময় আগামী জাতীয় নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি জনসভায় উপস্থিত জনতাকে হাত তুলে নৌকায় ভোট দেয়ার ওয়াদা করান।

জনতাকে ওয়াদা করানোর বিষয়টির সমালোচনা করে খালেদা জিয়া বলেন, ‘ডিসেম্বরে নির্বাচন হবে বলে বলা হচ্ছে। প্রচার করে বেড়াচ্ছে। নৌকা এমন ডোবা ডুবছে যে নৌকা তোলার জন্য এত আগে ভোট চাইতে হচ্ছে? হাত তুলে ওয়াদা করাতে হচ্ছে।?’

দেশে ক্রন্তিকাল চলছে এমন দাবি করে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘গুম, খুন, নির্যাতন চালিয়ে দেশে ভীতিকর পরিস্থিতির তৈরা করা হচ্ছে। আমরা এখানে সভা করতে চাইনি। কিন্তু অন্য জায়গায় কেন সভা করতে দেয়া হলো না। বিএনপি সবচেয়ে বড় দল। তারপরও বলবেন দেশে গণতন্ত্র আছে?।’

খালেদা জিয়া বলেন,‘সংসদ বহল রেখে নির্বাচন করতে চায় সরকার। এটা কোনো দেশে নেই। তত্ত্বাবধায়ক সরকার সংবিধান থেকে উঠিয়ে দেয়া হলো। কিন্তু এটা তো আমাদের দাবি ছিলো না। আওয়ামী লীগ ও জামায়াতের দাবি ছিলো। তারা ১৭৩দিন হরতাল করেছিল। চট্টগ্রাম বন্দর অচল করে দিয়েছিল।’

এ সময় ৩২ ধারা নিয়েও সমালোচনা করেন খালেদা জিয়া।তিনি বলেন, সাংবাদিকরা সত্য কথা বলে। সেই কথাগুলো যে মানুষ শোনে তাই জনগণের অধিকার হরণ করতে ডিজিটাল আইনের নামে নতুন কালাকানুন করা হচ্ছে।

বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে দাবি করে বিএনপি প্রধান বলেন, ‘বাড়ি বাড়ি গিয়ে বিএনপি নেতাকর্মীদের ধরে নেয়া হচ্ছে। তারা জানে বিএনপির সম্পর্ক জনগণের সঙ্গে। তাই মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হরে রাখতে পারলে সুবিধা।’

এর আগে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে নির্বাহী কমিটির বৈঠক শুরু হয়। এরপর গত দুই বছরে মৃত্যুবরণ করা আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি ও প্রয়াত দলীয় নেতাসহ অন্তত ১৭৮ জনের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক প্রস্তাবের পর সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পূর্বাশানিউজ/০৩ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি