শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ


অজিদের ফিঞ্চ-পেইন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৮.০৫.২০১৮

 

ডেস্ক রিপোর্ট :

বল টেম্পারিং কেলেঙ্কারিতে স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার নিষিদ্ধ হওয়ার পর টেস্টের দায়িত্ব তুলে দেয়া হয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম পেইনের হাতে। কিন্তু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক কাকে বানানো হবে তা নিয়ে দেখা দিয়েছিল শঙ্কা।

অবশেষে সব জল্পনা-কল্পনা শেষ করে অজিদের রঙ্গিন পোশাকের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। যেখানে ওয়ানডেতে সেই পেইনের ওপরই ভরসা রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর টি-টোয়েন্টির নেতৃত্ব তুলে দেয়া হয়েছে এক সময় এই ফরম্যাটের দলনেতা হিসেবে থাকা অ্যারন ফিঞ্চকে।

আগামী জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ও এক ম্যাচের জন্য টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে সিএ। ৫০ ওভারের দলে ফিঞ্চকে আবার সহ-অধিনায়ক করা হয়েছে। যেখানে দলে ফিরেছেন শন মার্শ ও স্পিনার নাথান লায়ন। নেয়া হয়েছে এই ফরম্যাটে এখন পর্যন্ত না খেলা ডা’আর্সি শর্টকে।

টি-টোয়েন্টি দলে ফিঞ্চের ডেপুটি করা হয়েছে অ্যালেক্স ক্যারিকে।

আগামী ১৩, ১৬, ১৯, ২১ ও ২৪ জুন ইংলিশদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। আর ২৭ জুন একমাত্র টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ড সফর জন্য অস্ট্রেলিয়া স্কোয়াড

ওয়ানডে: টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যারন ফিঞ্চ (সহ-অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, শন মার্শ, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডা’আর্সি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, আন্দ্রে টাই।

টি-টোয়েন্টি দল (জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজসহ): অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাস্টন অ্যাগার, ট্র্যাভিস হেড, নিক ম্যাডিনসন, গ্লেন ম্যাক্সওয়েল, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, ডা’আর্সি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কাস স্টোইনিস, মিচেল সুইপসন, আন্দ্রে টাই, জ্যাক ওয়াইল্ডারমুথ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি