রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


ক্রেসপোর ‘উনিশ’ ভেঙে মেসির ‘বিশ’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.০৫.২০১৮


ডেস্ক রিপোর্ট:

বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা দল জার্মানি। ১০৬ ম্যাচ খেলেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ১০৪ ম্যাচ খেলে দ্বিতীয় ব্রাজিল। জার্মানি ২০ ম্যাচ হারলেও তাদের চেয়ে ৩ ম্যাচ কম হেরেছে লাতিন আমেরিকান দলটি। তবে হারের দিক থেকে ফ্রান্স, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে একই বিন্দুতে এবং সেই ‘বিন্দু’টির নাম ১৯।

ফ্রান্স এ পর্যন্ত ৫৯ ম্যাচ খেলেছে বিশ্বকাপে। উরুগুয়ে তাদের চেয়ে ৮ ম্যাচ কম খেলেছে। ৩৩ ম্যাচ খেলেছে যুক্তরাষ্ট্র। এই তিন দলই বিশ্বকাপে ১৯ ম্যাচ হেরেছে। বিশ্বকাপে ফ্রান্স, উরুগুয়ে ও যুক্তরাষ্ট্রের হারসংখ্যার সমান ম্যাচ খেলেছে কোস্টারিকা (১৯), স্কটল্যান্ড (১৯) ও ক্যামেরুন (১৯)। আবার লাতিন আমেরিকার দেশ পেরু বিশ্বকাপে এ পর্যন্ত মোট ১৯ গোল করেছে। ঠিক ১৯ গোল হজম করেছে আলজেরিয়া।

বিশ্বকাপে কার্ড দেখার বাকিদের টেক্কা দিয়েছে আর্জেন্টিনা। এ পর্যন্ত ১২০টি কার্ড দেখছেন আর্জেন্টাইন খেলোয়াড়েরা। এরপরই জার্মানি (১১৭) ও ব্রাজিল (১০৮)। এ তালিকায় আইভরি কোস্ট, গ্রিস ও স্লোভেনিয়ার অবস্থান বেশ পেছনে। সমান ১৯টি করে হলুদ কার্ড দেখেছেন এই তিন দেশের খেলোয়াড়েরা। তুরস্কের খেলোয়াড়েরা হলুদ ও লাল মিলিয়ে ১৯বার কার্ড দেখেছেন। শুধু ১৯টি হলুদ কার্ড দেখেছেন মরক্কোর খেলোয়াড়েরা।

২০১৮ বিশ্বকাপ বাছাইপর্ব শুরুর আগে এই মঞ্চে (বাছাইপর্ব) সর্বোচ্চ গোলসংখ্যা ছিল আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হারনান ক্রেসপোর। এবারের বাছাইপর্বে সাবেক সতীর্থকে টপকে যান লিওনেল মেসি। বাছাইপর্বে সর্বোচ্চ ২০ গোলের যুগ্ম রেকর্ড গড়েন মেসি ও লুইস সুয়ারেজ। নতুন এই রেকর্ডটি গড়ার পথে তাঁরা ভেঙেছেন ক্রেসপোর ১৯ গোলের মাইলফলক।

২০১৮ বিশ্বকাপ হবে জার্মানির ১৯তম টুর্নামেন্ট। জার্মানির সঙ্গে ‘১৯’ সংখ্যাটির মিল একেবারে খারাপ নয়। ২০০২ বিশ্বকাপের বাছাইপর্বে তাদের গোলসংখ্যাও ১৯!



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি