শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভুটানকে হারিয়ে সাফ সুজুকি কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো নেপাল


ভুটানকে হারিয়ে সাফ সুজুকি কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো নেপাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৯.২০১৮

ডেস্ক রিপোর্টঃ

ভুটানকে হারিয়ে সাফ সুজুকি কাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা টিকিয়ে রাখলো নেপাল। বৃহস্পতিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপাল ৪-০ গোলে হারিয়েছে ভুটানকে।

 

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা নেপাল দ্বিতীয়ার্ধে আরো দুর্বার হয়ে উঠে দুটি পরিবর্তনে। নিরাঞ্জন খাড়কা ও ভারত খাওয়াজ প্রথমার্ধে গরম করেছিলেন রিজার্ভ বেঞ্চ। এ দুই জন মাঠে নামার পরই বদলে যায় খেলার দৃশ্যপট। দ্বিতীয়ার্ধের ৩ গোলের দুটি করেন তারা।

 

পাকিস্তানের কাছে ইনজুরি সময়ের গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল নেপাল। দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত জয়ে তারা ঘুরে দাঁড়ালো প্রথম শিরোপা জয়ের মিশনে। দুই ম্যাচে ৩ পয়েন্ট ঝুলিতে নিয়ে নেপাল শেষ ম্যাচ খেলবে ৮ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে।

 

যা কিছু করার শুরুর দিকেই-নেপালের কোচ বালগোপাল মহারজন হয়তো শিষ্যদের এ দাওয়াই দিয়েছিলেন। গুরুর আদেশ শিরোধার্য-শুরু থেকেই মাঠে দেখিয়েছেন বিমল, সুনীল, সুজলালরা। কিক অফের পর থেকেই ভুটানের সীমানায় মুহুর্মুুুহু আক্রমণ। সফলতা আসতে নেপালিদের সময় লাগলো ২১ মিনিট।

 

মাঝমাঠে বিশাল রাজ, সুজাল শেরেস্তার দারুণ সেতুবন্ধ তৈরি করলেন রক্ষণ আর আক্রমণভাগের মধ্যে। বিমল, সুনিল ও অঞ্জন মাঝমাঠ থেকে বাড়ানো বলগুলো ধরেই বারবার হানা দিচ্ছিলেন ভুটানের রক্ষণে। ১৫ মিনিটের মধ্যে দু’দুটি সংঘবদ্ধ আক্রমণে ফল না আসলেও ২১ মিনিটে কর্নার থেকে গোল করে এগিয়ে যায় হিমালয়ের দেশটি। সুনিলের কর্নারে অনন্ত তামাংয়ের হেড এগিয়ে দেয় নেপালকে।

 

৬৪ মিনিটে সেন্দা দর্জি নেপালের জালে বল পাঠিয়ে গোলের উল্লাস করতে করতে তাকিয়ে দেখেন সহকারী রেফারি অফসাইটের পতাকা উঁচিয়ে রেখেছেন।

 

তার আগে ভুটানের অন্যতম সেরা ফরোয়ার্ড চেনচো গোল করার মতো সুযোগ পেয়েও কিছু করতে পারেননি। দুই ম্যাচে চেনচো বুঝিয়েছেন তাকে নিয়ে যতটা আলোচনা হয়, ততটা সামর্থ্য তার নেই।

 

৬৮ মিনিটে ডান দিক থেকে বিমালের ক্রসে অঞ্জন বিস্তার নেয়া জোড়ালো শট ফিরে আসে ক্রসবারে লেগে। পরের মিনিটেই পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে নেপাল। ভুটানের নিমা ওয়াংদি বক্সে বলবিহীন ফাউল করে নিরাঞ্জনকে ফেলে দেন। ভারতীয় রেফারি পেনাল্টির বাঁশি বাজান। বিমানের নেয়া পেনাল্টি কিক ভুটানের গোলরক্ষক ঠেকিয়ে দিয়েও শেষ রক্ষা করতে পারেননি। দৌঁড়ে এসে ফিরতি বলে গোল করেন সুনিল বল।

 

৭৯ মিনিটে নেপালের তৃতীয় গোল করেন বদলি ফরোয়ার্ড ভারত খাওয়াজ। মাঠে নামার মিনিটে তিনেকের মধ্যেই গোল করে নেপালের জয়ের ব্যবধান বাড়ান তিনি। চতুর্থ গোল করেন আরেক বদলি নিরাঞ্জন খাড়কা ৮৮ মিনিটে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি