রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ভারতের কাছে ২ রানের হারে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের


ভারতের কাছে ২ রানের হারে স্বপ্নভঙ্গ টাইগার যুবাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট:  বড়দের এশিয়া কাপের ফাইনালে টানা তিনবার শিরোপা হাতছাড়া হয়েছে। এবারের এশিয়া কাপের ফাইনালেও ভারতের কাছে হেরে আশা ভঙ্গ হয়েছে। আবার সেই ভারতের কাছে হেরে সেমিফাইনালেই শেষ হয়েছে যুব টাইগারদের যুব এশিয়া কাপ যাত্রা। আজ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে মিরপুরে ভারতের কাছে ২ রানে হেরে আসর থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ।পুরো এশিয়া কাপ জুড়েই যুবাদের বড় দুশ্চিন্তা ছিল ওপেনিং জুটির রান না পাওয়া। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ এই ম্যাচেও একই ব্যর্থতার পরিচয় দেয়। ভারতের ছুড়ে দেয়া ১৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ৭ রানেই ভাঙে ওপেনিং জুটি। বোলাররা টিম ইন্ডিয়াকে পরাস্ত করলেও ব্যাটসম্যানরা তার সদ্ব্যবহার করতে পারেনি। সাজিদ-নাবিলরা গুটিয়ে গেছে জয় থেকে ৩ রান দূরে থাকতেই। আর হার মানতে হয় ২ রানে।

তবে বাংলাদেশে ইনিংস জয়ের দিকেই যাচ্ছিল। ২১ রানে ২ উইকেট হারানোর পর দলের দায়িত্বটা কাঁধে নেন জয়-তৌহিদ হৃদয় জুটি। কিন্তু ২১ রানের জুটি গড়ার পর ব্যক্তিগত ২৫ রানে ফিরে যান জয়। এরপর ১০ রানে ফিরে যান দলনায়ক হৃদয়ও।

৬০ রানে ৪ উইকেট হারানোর পর দলকে জয়ের আশা দেখান শামিম-আকবর জুটি। ৭৪ রানের জুটি গড়ে জয়ের সংগ্রহটা নাগালে এনে দিলেও তাদের বিদায়ের পর তা পার করতে পারেনি মৃত্যুঞ্জয়-রাকিবুলরা। শামিম ৫৯, আকবর আকবর ৪৫ ও জয় ২৫ ছাড়া কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেনি। ফলে দল গুটিয়ে যায় ১৭০ রানে। ভারতের হয়ে সিদ্ধার্থ দেশাই ও রোহিত জাংরা ৩টি করে উইকেট নেন।

এর আগে মিরপুরে টস জিতে ভারতকে ৪৯.৩ ওভারে মাত্র ১৭২ রানে থামায় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন ওপেনার জেসওয়াল। এছাড়াও ৩৬ রান আসে সামিরের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন পেসার শরিফুল। ডানহাতি এই পেসার একাই নিয়েছেন ৩টি উইকেট। পাশাপাশি মৃত্যুঞ্জয়, রিশাদ এবং অধিনায়ক হৃদয় নেন ২টি করে উইকেট।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি