শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আ.লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


আ.লীগের সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৮

ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সভাপতি শেখ হাসিনা ও তার দলকে টেলিফোনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সোমবার সকালে টেলিফোনে এই অভিনন্দন জানান নরেন্দ্র মোদি।

এর আগে সোমবার সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে কথা বলে এ অভিনন্দন জানায় বিজেপির সাধারণ সম্পাদক রাম মাদব। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

রাম মাদব ওবায়দুল কাদেরকে ফোন দিয়ে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।

এছাড়াও আগামী দিনগুলোতে দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে এক সঙ্গে কাজ করার কথা জানান।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ টি আসন পেয়েছে আওয়ামী লীগ। যেখানে জাতীয় পার্টি পেয়েছে ২০ টি আসন। এছাড়া বিএনপি পেয়েছে ৫ আসন। এছাড়া গণফোরাম পেয়েছে ২টি। তবে ওয়ার্কার্স পার্টি ৩টি আসন পেয়েছে। এছাড়া রয়েছে জাসদ ২টি আসন, বিকল্পধারা ২টি ও জেপি একটি আসন পেয়েছে। আরো রয়েছে স্বতন্ত্র ৩টি আসন ও তরীকত ফেডারেশন পেয়েছে ১টি আসন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি