বৃহস্পতিবার,৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা কাটেনি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৮

 

 

ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদের ভোটগ্রহণ শেষে রাজধানীসহ সারাদেশে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে নির্বাচন কমিশনের (ইসি) নিষেধাজ্ঞা থাকায় মোটরসাইকেল চলাচল করতে পারছে না। অনেকে আবার না বুঝে মোটরসাইকেল বের করে বিপাকে পড়তে হয়েছে। গত শনিবার দিনগত মধ্যরাত (১২টা) থেকে রোববার দিবাগত মধ্যরাত পর্যন্ত সবধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইসি।

শুক্রবার দিনগত রাত ১২টা থেকে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেলের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসি। ফলে অন্যান্য যান চলাচল শুরু হলেও এখনো মোটরসাইকেল চলাচল করতে পারছে না। মোটরসাইকেল না চলায় সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়েছে অ্যাপস ভিত্তিক রাইড শেয়ারিংয়ের যাত্রীরা।

জানা গেছে, আজ সোমবার সকালে রাজধানীর শেরে বাংলানগর, বিজয় স্মরনি, সোনারগাঁও মোড়, মানিক মিয়া এভিনিউ, ফার্মগেট এলাকায় বেশ কিছু মোটরসাইকেল আটক করা হয়েছে।

তপন নামে এক যাত্রী বলেন, সোমবার ভোর থেকেই রাজধানীর সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা গেছে। যানবাহন তুলনামূলক কম থাকলেও স্বল্প সময়ে গন্তব্যে যেতে পারায় সন্তুষ্ট যাত্রীরা।

তবে অ্যাপস ভিত্তিক পাঠাও, উঠার, সহজ বন্ধ থাকায় যাত্রীদের কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে। রাজধানী ফাঁকা থাকায় যানজটে পড়তে হয়নি।

রামপুরা ট্রাফিক পুলিশের পরিদর্শক বিপ্লব ভৌমিক বলেন, রামপুরা এলাকায় স্টিকারবিহীন কোনো মোটরসাইলে দেখা যায়নি। এখনো পর্যন্ত কোনো মোটরসাইকেল আটক করা হয়নি। তবে নির্বাচনের আগের দিন ১০টি মোটরসাইকেল আটক করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি