রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলার ঘটনা ভুলতে মাঠে ফিরছে ক্রিকেটাররা


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলার ঘটনা ভুলতে মাঠে ফিরছে ক্রিকেটাররা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৩.২০১৯

ডেস্ক রিপোর্টঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদের হামলা খুব কাছ থেকে দেখেছে ক্রিকেটাররা। ঘটনার পর থেকে মানসিক অবসাদে ভুগছেন ক্রিকেটাররা। তবে ঘরে আবদ্ধ থাকলে ওই অবসাদ আরো বাড়তে পারে। তাই সাদমান ইসলাম এবং মোহাম্মদ মিঠুন খেলায় ফেরার কথা জানিয়েছেন।

ঢাকা প্রিমিয়াম ডিভিশন ক্রিকেট ক’দিনের বিরতি দিয়ে মঙ্গলবার মাঠে গড়াচ্ছে। ওয়ানডে ফরম্যাটের ওই ক্রিকেটে খেলার কথা জানিয়েছেন সাদমান ও মিঠুন।

বাংলাদেশ দলের হয়ে টেস্ট খেলা সাদমান ডিপিএলে খেলবেন বলে জানিয়েছেন, ‘মঙ্গলবার খেলতে পারবো কিনা জানি না, আমার পিঠে সামান্য ব্যথা আছে। তবে খেলার অবস্থায় ফিরলেই আমি খেলবো।’

তাদের ফেরা নিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি মর্তুজা বলেন, ‘আমার মতে, ওই আঘাত কাটিয়ে ওঠার সবচেয়ে ভালো উপায় ক্রিকেটে ফেরা।’

সাদমানের ক্রিকেটে ফেরার ব্যাপারে তার বাবা (বিসিবি কর্মকর্তা) শহিদুল ইসলাম বলেন, ‘আমি তাকে দ্রুতই খেলার জন্য বলেছি। ঘরে বসে থাকলে এটা আরো চাপ বাড়াবে। অনেক আত্মীয় তাকে ওই ঘটনা নিয়ে নানান প্রশ্ন করছে। যা নিয়ে কথা বলতে সে ভালোবোধ করছে না।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি