সোমবার,১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মতৃপ্তির জয় পেল শ্রীলঙ্কা


ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মতৃপ্তির জয় পেল শ্রীলঙ্কা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

নিকোলাস পুরানের সেঞ্চুরিও জেতাতে পারলো না ওয়েস্ট ইন্ডিজকে। আনুষ্ঠানিকতার ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরেছে ক্যারিবিয়রা।

আইসিসি বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩ রানে জয় পেয়েছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ৩৩৮ রান করে লঙ্কানরা। জবাবে ব্যাট করতে নেমে নয় উইকেটে ৩১৫ রান সংগ্রহ করে ক্যারিবীয়রা। এ জয়ের মধ্য দিয়ে আসরের তৃতীয় জয় তুলে নিলো লঙ্কানরা।

লঙ্কানদের বিপক্ষে ক্যারিবীয়দের জয়ের তাড়াটা একটু বেশি ছিল নাকি নিজেদের বোঝাপড়ার অভাব ছিলো তা বলা মুশকিল। তিন ব্যাটসম্যানই হলেন রান আউট।

জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় ক্যারিবীয়রা। দলীয় ১২ রানে মালিঙ্গার বলে কুশাল পেরেরা তালুবন্দি হয়ে সাজঘরে যান সুনিল অ্যামব্রিস।

আবারও মালিঙ্গার আঘাত। নিজের পরের ওভারের শেষ বলে শাই হোপকে সাজঘরে পাঠান মালিঙ্গা। গেইল নিজের নামের সঙ্গে ৩৫ রান যোগ করে রাজিতার কাছে ধরা দিয়ে একই পথে হাঁটলে গতি হারায় ক্যারিবীয়রা।

নিকোলাস পুরান একপাশ আগলে রেখে হেটমায়ারকে নিয়ে দলের হাল ধরেন। হেটমায়ার বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। এরপর ফ্যাবিয়ান অ্যালেনকে নিয়ে জুটি গড়েন পুরান। ৩২ বলে ৫১ রান করে ভুল বোঝাপড়ায় অ্যালেন রান আউট হলেও নিজের ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন পুরান।

জয়ের আশা জাগিয়ে পুরান ১১৮ রানে সাজঘরে গেলে হতাশা নেমে আসে ক্যারিবীয়দের শিবিরে। শেষ পর্যন্ত নয় উইকেটে ৩১৫ রান করে ওয়েস্ট ইন্ডিস।

এর আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয় বোলারদের বিপক্ষে ঝড়ো ব্যাটিং শুরু করে লঙ্কান ওপেনার জুটি। এ জুটির ৯৩ রানের মাথায় জেসন হোল্ডারের বলে শাই হোপের তালুবন্দি হয়ে সাজঘরে যান করুণাতে।

জুটি ভাঙ্গার পর বেশিক্ষণ আর উইকেটে থাকতে পারেননি পেরেরাও। দলীয় ১০৪ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে যান পেরেরা।

এরপর আভিস্কা ফার্নান্দো ও কুশাল মেন্ডিস দলের হাল ধরেন। কুশাল মেন্ডিস ৩৯ রানে সাজঘরে গেলেও ফার্নান্দো একপাশ আগলে রেখে ক্যারিয়ারের প্রথম শতক করেন।

শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৩৮ রান করে লঙ্কানরা। লাহিরু থিরিমান্নে ৪৫ রানে অপরাজিত ছিলেন।

ভারত-ইংল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে ইংল্যান্ড হারলে সেমিতে খেলার একটা সম্ভাবনা ছিল শ্রীলঙ্কার। তবে ওই সারিতে শ্রীলঙ্কারও আগে আছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে গতকাল ইংল্যান্ড জয় পাওয়ায় সম্ভাবনা একেবারেই কমে যায় শ্রীলঙ্কার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি