শুক্রবার,৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


মেসি কি ক্ষমা চাইবেন?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৭.২০১৯

ডেস্ক রিপোর্ট :

চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বিতর্কিত লাল কার্ড দেখেন মেসি। সেই লাল কার্ডের কড়া প্রতিবাদ জানিয়ে দক্ষিণ আমেরিকার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবলকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলেছিলেন মেসি। এ কারণে কঠোর শাস্তির খড়্গ নেমে আসতে পারে মেসির ওপর। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) মেসিকে লাল কার্ড দেখানোর বৈধতা আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করেছে। এদিকে মেসির প্রতি কনমেবলের এক সদস্যের পরামর্শ, প্রকাশ্যে ক্ষমা চাইলে তবেই শাস্তি এড়াতে পারবেন তিনি।

আর্জেন্টিনা ও চিলির কোপা আমেরিকায় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের কথা। প্রথমার্ধের মাত্র ৮ মিনিট বাকি তখন। সার্জিও আগুয়েরো এবং পাওলো দিবালার গোলে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। তখনই ঘটল অঘটন।

গোললাইনের গা ঘেঁষে লিওনেল মেসি ও গ্যারি মেডেলের মাঝে গোল বাধল। দুজনের বল দখলের লড়াইয়ে বল গোললাইন অতিক্রম করলে মেডেল অতি আক্রমণাত্মক ভঙ্গিতে মেসিকে উপর্যুপরি ধাক্কা দিতে থাকেন। মেসি শুধু আত্মরক্ষার কাজটুকু করেছেন। কিন্তু রেফারি মারিও দিয়াজ দে ভিভার মেসি-মেডেল দুজনকেই সরাসরি লাল কার্ড দেখিয়ে দেন। যদিও লাল কার্ডটি ম্যাচের ফলে কোনো রকম প্রভাব ফেলেনি (আর্জেন্টিনা ২-১ চিলি), কিন্তু মেসি সেটি কিছুতেই মানতে পারছেন না। কোপা আমেরিকায় তৃতীয় হওয়ার মেডেলও নেননি আর্জেন্টাইন তারকা। এটি নিয়ে প্রশ্ন উঠলে লাতিন ফুটবল সংস্থাকে (কনমেবল) একহাত নেন তিনি, ‘এমন দুর্নীতিগ্রস্ত আয়োজনের অংশ হওয়াকে অনুচিত বলে মনে করি।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি