রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ টাই, যুবারা জেতেনি তবে ইংল্যান্ডকেও জিততে দেয়নি


বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ টাই, যুবারা জেতেনি তবে ইংল্যান্ডকেও জিততে দেয়নি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৯

 

ডেস্ক রিপোর্টঃ

ত্রিদেশীয় সিরিজের রোমাঞ্চকর এক ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে টাই করেছে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলা বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল।

সোমবার (৫ আগস্ট) কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা ইংল্যান্ড ৭ উইকেটে করে ২৫৬ রান। জবাবে শেষ বলে তৌহিদ হৃদয় ২ রান নিলে বাংলাদেশ ৬ উইকেটে ২৫৬ রানে থেমে যায়।

আগে ব্যাট করা ইংল্যান্ড ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। সপ্তম উইকেট জুটিতে ওপেনিং এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান জর্ডান কক্স এবং অধিনায়ক জর্জ ব্যাল্ডারসন ১০৮ রানের জুটি গড়ে চাপ সামলে নেন।

৬ চারের মারে ৫৬ রান করা ইংলিশ অধিনায়ক ব্যাল্ডারসনকে ফিরে গেলেও ১৪৩ বলে দুই ছক্কা ও ৮ চারে ১২২ রানে অপরাজিত থাকেন কক্স।

জয়ের জন্য তাড়া করতে নামা বাংলাদেশ ৬১ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে। চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয় এবং শাহাদাত হোসেন ১৬০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে রেখেছিলেন। ১০৩ বলে ৭৬ রান করে শাহাদাত আউট হলে এই জুটির অবসান হয়। এরপর বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি আকবর ও তানজিম।

জয়ের জন্য বাংলাদেশের শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান। শেষ ৩ বলে তিনটি ডাবল নিয়ে ম্যাচ টাই করেন হৃদয়। ১৩১ বলে ১০৪ রানে অপরাজিত থাকা এই মিডল অর্ডার ব্যাটসম্যানের কারণে ম্যাচে হারের মুখ দেখেনি টাইগার যুবারা।

সম্পাদনা : তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি