শনিবার,২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » মাঠে বল পায়ে নয়, ব্যান্ডেজ লাগিয়ে জিমে চলছে লিওনেল মেসির প্রস্তুতি


মাঠে বল পায়ে নয়, ব্যান্ডেজ লাগিয়ে জিমে চলছে লিওনেল মেসির প্রস্তুতি


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

আর দশজনের মতো মাঠে বল পায়ে নয়, ব্যান্ডেজ লাগিয়ে জিমে চলছে লিওনেল মেসির প্রস্তুতি। ১৬ আগস্ট থেকে শুরু লা লিগার ২০১৯-২০ মৌসুম। তার আগে প্রতিটি দলই প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে। বার্সেলোনাও এর ব্যতিক্রম নয়। তবে মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে তাদের।

মূল মৌসুম শুরুর আগে আর মাত্র একটি ম্যাচ খেলবে কাতালানরা। যুক্তরাষ্ট্রের মাটিতে ন্যাপোলির বিপক্ষে সেই প্রীতি ম্যাচেও মেসিকে পাচ্ছে না বার্সা। অবশ্য লিও বসে নেই। একা একাই সেরে নিচ্ছেন নিজের প্রস্তুতিটা।

এর পেছনে কারণও আছে। কয়েকদিন আগে স্পেনে ফেরার পর সতীর্থদের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দেন মেসি। কিন্তু প্রথম ধাপের প্র্যাকটিস সেশনের কিছু সময় পার হতে না হতেই পেশিতে ব্যথা অনুভব করেন। এরপর তাকে ক্যাম্প থেকে তুলে নেওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার ডান পায়ের মাংসপেশিতে চোট লেগেছে। যেটা হলো গ্রেড-ওয়ান কাফ ইনজুরি। তাৎক্ষণিকভাবে এতটুকু জানায় বার্সা। তবে চোট গুরুতর কি-না বা কতদিন মাঠের বাইরে কাটাতে হবে মেসিকে, এ ব্যাপারে কিছু বলেনি দলটি। তাতে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকরা একটু হলেও টেনশনে পড়ে যায়। তবে গতকাল তার জিমে ফেরার খবরে সেই টেনশনটা দূর হওয়ারই কথা।

পায়ে সাদা ব্যান্ডেজ পেঁচানো। তার মধ্যে বার্সার জিমে ব্যস্ত মেসি। বেশ মন দিয়েই অনুশীলন করে যাচ্ছেন। না করে উপায় আছে। ক’দিন আগে হুয়ান গাম্পার ট্রফি জেতার পর নয়া মৌসুম নিয়ে আশার গল্প শোনান মেসি। দলের অধিনায়ক, তার ওপর নতুন মৌসুমের চ্যালেঞ্জ। তা ছাড়া গত আসরে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ শূন্যহাতে ফেরায় এবার আটঘাট বেঁধেই নামবে। এরই মধ্যে তারা পুরো স্কোয়াড ঢেলে সাজানোর পরিকল্পনা করছে। জিনেজিন জিদানের অধীনে কয়েকটা নতুন রিক্রুটও করেছে লস ব্লাঙ্কোসরা। ফলে এটা অনুমেয়, এই মৌসুমে রিয়াল খুব করে চাইবে লীগের মুকুটটা জিততে। অন্যদিকে মেসির নেতৃত্বে বার্সাও শিরোপা ধরে রাখার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ।

২০১৮-১৯ মৌসুমে মেজর তিনটি শিরোপা ঘরে তুললেও চ্যাম্পিয়ন্স লীগ জেতা হয়নি বার্সার। যে হতাশা এখনও তাড়িয়ে বেড়ায় তাদের। সেই সঙ্গে মেসির সময়ও যে খুব ভালো যাচ্ছে, তেমনও নয়। কোপা আমেরিকায় ব্রাজিলের কাছে হেরে খালি হাতে বাড়ি ফিরতে হয় আর্জেন্টিনাকে। ওই আসর নিয়ে সমালোচনা করে আন্তর্জাতিক ফুটবল থেকে তিন মাসের নিষেধাজ্ঞায় পড়েন মেসি। তবুও ক্লাব ক্যারিয়ারের উজ্জ্বলতা ধরে রাখার প্রত্যয় মেসির।

কয়েকদিন আগে ক্যাম্প ন্যুতে দাঁড়িয়ে যেন সে কথাই বলেছেন বার্সার নাম্বার টেন, ‘আমরা এবারও সব শিরোপার জন্য লড়ব। হয়তো এবার মৌসুমটা আরও কঠিন হবে। তার পরও নিরাশ হওয়ার কিছু নেই। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। আমার বিশ্বাস, সবার চেষ্টা থাকলে দলকে দারুণ কিছু উপহার দেওয়া সম্ভব।’

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি