রবিবার,৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ


হার দিয়ে লা লিগা শুরু করল বার্সেলোনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৯

পূর্বাশা ডেস্ক:

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করল বার্সেলোনা। গতকাল শুক্রবার রাতে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে ১-০ গোলে হেরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ২০১৩ সালের পর এই প্রথম কাতালান দলটির বিপক্ষে লিগে জয় পেল বিলবাও।

চোটের কারণে খেলতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। তাই বিলবাওয়ের মাঠে দলের সেরা খেলোয়াড়কে ছাড়া চেনা ছন্দে দেখা গেল না বার্সেলোনাকে।

প্রথমার্ধে কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সা। ৩৩তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে বল পেয়ে যান লুইস সুয়ারেজ। কিন্তু শট নেওয়ার পর বলটি লাগে পোস্টে। এর কিছুক্ষণ পর ডান পায়ের পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন সুয়ারেজ। ৪৪তম মিনিটে এসেও রাফিনিয়ার নেওয়া উঁচু শট ক্রসবারে লাগে।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮৯ মিনিটে বাজিমাত করেন বিলবাও-এর বদলি খেলোয়াড় আরিৎস আদুরিস। বাই-সাইকেল কিকে ম্যাচের একমাত্র গোলটি করেন স্প্যানিশ এই ফরোয়ার্ড।

সম্পাদনা: তানজিনা রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি