বৃহস্পতিবার,২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


টানা দ্বিতীয় জয় বার্সেলোনার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০২০

স্পোর্টস ডেস্কঃ

গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করলেন লিওনেল মেসি। সঙ্গে জালের দেখা পেয়েছেন উসমান দেম্বেলে। দুই সতীর্থের দৃঢ়তায় চ্যাম্পিয়নস লিগে রোনালদোবিহীন জুভেন্টাসকে উড়িয়ে দিল বার্সেলোনা।

আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল বুধবার দিবাগত রাতে ‘জি’ গ্রুপের ম্যাচে জুভেন্টাসকে ২-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। ইউরোপাসেরা প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল রোনাল্ড কোম্যানের দল। অন্যদিকে জয় দিয়ে মৌসুম শুরু করা জুভেন্টাস দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল।

ম্যাচটির জন্য খুব অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। কারণ ম্যাচটিতে মুখোমুখি হওয়ার কথা ছিল এই সময়ের দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। কিন্তু ভক্তদের অপেক্ষায় জল ঢেলেছে করোনাভাইরাস। পর্তুগালে খেলতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন রোনালদো। তিন পরীক্ষাতেই কোভিড-১৯ পজিটিভ হয়েছেন পর্তুগিজ তারকা। তাই মেসি-রোনালদোর দ্বৈরথ দেখা থেকে বঞ্চিত হলেন ভক্তরা।

রোনালদোবিহীন জুভেন্টাসের বিরুদ্ধে ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় বার্সা। বাঁ দিকের সাইডলাইন থেকে মেসি বল বাড়ান ডান দিকে দেম্বেলেকে। খানিকটা এগিয়ে ডি-বক্সের বাইরে থেকে ফরাসি এই ফরোয়ার্ডের নেওয়া শটে বল ফেদেরিকো চিয়েসার পায়ে লেগে জুভেন্টাসের জালে জড়ায়।

খানিকবাদেই ব্যবধান আরো বাড়তে পারতো। কিন্তু ২৩ মিনিটে সুযোগ পেয়ে নষ্ট করেন মেসি। সাত মিনিট পর গোল পেয়ে যান জুভেন্টাসের মোরাতা। কিন্তু অফসাইডে সেটি মিস হয় স্বাগতিকদের।

আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট শেষ হয় ১-০ ব্যবধানে। যোগ করা সময়ে জালের দেখা পান মেসি। সফল স্পট কিকে স্কোরলাইন ২-০ করেন বার্সা অধিনায়ক। এর মধ্যে ৮৫ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় জুভেন্টাস। পিয়ানিচকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার দেমিরাল। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়তে হয় স্বাগতিক ডিফেন্ডারকে।

এর আগে ফেরেঙ্কভারোসকে ৫-১ গোলে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করে কোম্যান শিষ্যরা। এরপর খুব একটা স্বস্তিতে নেই বার্সা। কারণ, চার দিন আগে এল ক্ল্যাসিকোতে রিয়ালের কাছে ৩-১ গোলে হেরেছে কাতালান ক্লাবটি। এ ছাড়া চোটে পড়েছেন দলের অন্যতম মিডফিল্ডার ফিলিপ কুতিনহো। আগের ম্যাচ লাল কার্ড দেখায় ছিলেন না জেরার্ড পিকে। ছিলেন না দলের প্রথম পছন্দের গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। তবু চ্যাম্পিয়নস লিগে ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি