মঙ্গলবার,৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » শিক্ষা » ষষ্ঠ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীদের বয়স নির্ধারণের সিদ্ধান্ত স্থগিত


ষষ্ঠ শ্রেণির ভর্তিতে শিক্ষার্থীদের বয়স নির্ধারণের সিদ্ধান্ত স্থগিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

১১ বছরের বেশি না হলে ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে না উল্লেখ করা সরকারের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ষষ্ঠ শ্রেণিতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও আইনুন নাহার।

এর আগে ১১ বছরের কম বয়সী শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হতে পারবে না বলে সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়। পরে সে সিদ্ধান্ত স্থগিতসহ বিষয় নিয়ে সৃষ্ট জটিরতা নিরসন চেয়ে মুন্সীগঞ্জ সদরের এক শিক্ষার্থীর অভিভাবক মোহাম্মদ মিজানুর রহমান মন্ত্রণালয় বরাবর গত ২৩ ডিসেম্বর একটি আবেদন জানায়। কিন্তু আবেদনের কোনও সদুত্তর না পেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন তিনি। সে রুটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট আদেশ দিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি